বিপিএলের নতুন চেয়ারম্যান হলেন মাহবুব আনাম

বিসিবি পরিচালক মাহবুব আনাম। ছবি:: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ২১:৩২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম। বৃহস্পতিবার বিসিবির পরিচালকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মাহবুব ভাইকে বিসিবি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মৌসুমে বিপিএল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। তিনি বিসিবির সভাপতির দায়িত্বেও ছিলেন। তার জায়াগায় মাহমুব আনামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিসিবির গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ছিলেন। তাকে ওই দায়িত্বে বহাল রাখা হয়েছে। পরিচালক ফাহিম সিনহা বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী মৌসুম থেকে বিপিএলের নতুন চক্র শুরু হবে। গত বছর বিপিএলে অংশ নেওয়া বেশ কটা ফ্র্যাঞ্চাইজি ঠিক মতো ক্রিকেটার ও কোচিং স্টাফের পারিশ্রমিক পরিশোধ করেনি। যে কারণে বিপিএলে নিয়ে দেশে-বিদেশে সমালোচনা হয়েছে। নতুন মৌসুমে বিপিএলের সুনাম ফিরিয়ে আনা চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন ওই বিসিবি কর্মকর্তা।
আগামী মৌসুমের বিপিএলও ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা বোর্ডের। তবে আয়োজন করা সহজ হবে না বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তা, ‘বিপিএলের জন্য মূলত বরাদ্দকৃত সময় ডিসেম্বর। কোন মডেলে বিপিএলে হবে এটা নিয়ে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। বিপিএলের সুনাম ফেরাতে হবে, যেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা এটা নিয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলবো।’
তিনি জানিয়েছেন, বিপিএল নিয়ে কাজ শুরু হলেই কেবল রূপরেখা সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব। তবে এও জানিয়েছেন, ছোট পরিসরে হলেও তারা বিপিএল আয়োজন করতে চান। সাত দল নিয়ে বিপিএল করা না গেলে পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চান। আগামী বছরের সম্ভাব্য জাতীয় নির্বাচনের কারণে বিপিএল নিয়ে অনিশ্চয়তা কথা বললেও ভালো মডেল দাঁড় করাতে পারলে তেমন প্রভাব পড়বে না বলেও মনে করেন ওই কর্মকর্তা।