টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি, বিসিবির যত আয়োজন

ছবি-গেটিইমেজেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫ | ১৭:৫০ | আপডেট: ২১ জুন ২০২৫ | ১১:৫৫
২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। আর সেই বছরেরই নভেম্বরে ভারতের বিপক্ষে ঢাকায় প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকে যাত্রা শুরু করে টাইগাররা। দেখতে দেখতে পেরিয়ে গেছে ২৫ বছর। পারফরম্যান্সে উত্থান-পতনের নানা গল্প থাকলেও, রজতজয়ন্তী উপলক্ষে কোনো কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিয়েছেন নানা উদ্যোগ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানও তিনিই। তাই শুধু স্মৃতিচারণ নয়, তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিস্তারের প্রতিশ্রুতিও রূপ পাচ্ছে বাস্তবে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি আয়োজন করতে যাচ্ছে অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল। ২১ জুন শুরু হয়ে ৭ দিনব্যাপী চলবে এই আয়োজন, যাতে অংশ নেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদে ক্রিকেটাররা।
সাতটি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, ঢাকার ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্স, রংপুর ক্রিকেট গার্ডেন এবং বরিশালের জীবনানন্দ দাশ স্টেডিয়াম। প্রতিটি ভেন্যুতে ৬ ওভারের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১২ দলের ক্রিকেটাররা। প্রতিটি বিভাগে থাকবে একজন করে কোচ, যিনি শুধু খেলোয়াড়দের নয়, আগ্রহী অভিভাবকদেরও ক্রিকেটের মৌলিক বিষয় শেখাবেন। এ ছাড়া আয়োজনকে রঙিন করতে থাকছে আরও নানা কার্যক্রম।
কার্নিভালে থাকছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্পিন ও পেস বোলার হান্ট, কমেন্ট্রি বুথে নিজের মতো করে ঐতিহাসিক মুহূর্তের ধারাভাষ্য দেওয়ার সুযোগ, হিট দ্য স্ট্যাম্প, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত নিয়ে চিত্রাঙ্কনসহ নানা আনন্দ আয়োজন। এই আয়োজনে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।