নাঈমের ফেরা ও সৌম্যের না থাকা নিয়ে যা বললেন লিপু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১৩:০৭
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুরে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দলে চমক হয়ে ফিরেছেন দুই বছর পর ওপেনার নাঈম শেখ। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার।
দলে নাঈমের ফেরাকে ‘পারফরম্যান্সের পুরস্কার’ হিসেবেই ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘দল নির্বাচনের সময় আমরা সেরা সম্ভাব্য কম্বিনেশন গড়ার চিন্তা করি। ওপেনার পজিশনটি বিশেষায়িত জায়গা। আমাদের দলে সাধারণত তিনজন ওপেনার থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে তৃতীয় ওপেনার হিসেবে এই মুহূর্তে সবচেয়ে ভালো ও উপলব্ধ বিকল্প ছিল নাঈম শেখ।’
গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ম্যাচে ৬১৮ রান করে শীর্ষ তিনে ছিলেন নাঈম। এর আগে বিপিএলেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ধারাবাহিক ফর্মই তাকে এনে দিয়েছে জাতীয় দলে ফেরার টিকিট। অন্যদিকে, সৌম্য সরকারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে প্রধান নির্বাচক বলেন, ‘সৌম্য সরকার অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ১০ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সাম্প্রতিক ক্রিকেটে যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন। এবং বড় ক্যানভাসের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন। তাকে আরো এক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে যোগ্যতার আলোকে।’
প্রসঙ্গত, বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন কলম্বোতে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ২, ৫ ও ৮ জুলাই, প্রথম দুটি কলম্বোতে এবং শেষটি পাল্লেকেলেতে।