ডার্বিশায়ার থেকে রংপুর রাইডার্সকে কোচিং করাবেন আর্থার

জিএসএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৯:০৬
গ্লোবাল সুপার লিগ খেলতে আগামী মাসে গায়ানা যাবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে স্বশরীরে অংশ নেবেন না দলটির কোচ মিকি আর্থার। তবে ৭৫০০ কিলোমিটার দূরে বসে কোচের দায়িত্ব পালন করবেন। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম এমনটাই জানিয়েছেন।
রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তানিম জানান, ডার্বিশায়ারে কাউন্টি দলের দায়িত্বে থাকায় এবং কাউন্টি লিগ চলায় মিকি আর্থার দলে যোগ দিতে পারবেন না। সেজন্য তারা গ্রেগ স্মিথকে কোচের দায়িত্ব দিয়েছেন। আর্থারের নির্দেশনায় তিনি দল পরিচালনা করবেন।
তানিম বলেন, ‘মিকি আর্থার ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন, কাউন্টি চ্যাম্পিয়নশিপও চলছে। তিনি তাই আপাতত দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। সেজন্য আমরা গ্রেগ স্মিথকে হেড কোচের দায়িত্ব দিয়েছে। তিনি আর্থারের আস্থাভাজন। আর্থার দলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কাজ দেখিয়ে দেবেন।’
মিকি আর্থার জিএসএলের গত আসরে রংপুর রাইডার্সের হেড কোচ ছিলেন। বিপিএলেও রংপুর রাইডার্সের সঙ্গে ছিলেন তিনি। গায়ানার উইকেট সম্পর্কে তার ধারণা আছে। এসব বিবেচনা করে কোন দলের বিপক্ষে পরিকল্পনা কেমন হবে, এসব বিষয়ে ডার্বিশায়ার থেকে কাজ করবেন। রংপুরও তার ওপর আস্থা রাখছেন।
রংপুর রাইডার্সের দল: নুরুল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মাহিদুল ইসলাম, কামরুল রাব্বি, মোহাম্মদ সাইফ, আবু হায়দার, রাকিবুল হাসান, ইয়াসির আলী, কাইল মেয়ার্স, তাবরেজ শামসি, ইব্রাহিম জাদরান, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, হারমিত সিং, খাজা নাফি।
- বিষয় :
- রংপুর রাইডার্স
- বিপিএল
- গ্লোবাল সুপার লিগ