ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ | ১৩:১৬
লঙ্কানদের বিপক্ষে সিরিজে সমতায় ফিরেই র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারায় বাংলাদেশ। ২৪৯ রানের লক্ষ্য দেওয়ার পর তানভীর ইসলাম ও শামীম হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে টাইগাররা। আর এই জয়েই দশম স্থান থেকে এক ধাপ এগিয়ে নবমে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৭৬। জানানো হয়েছিল, একটি ম্যাচ জিতলেই তারা উঠে আসবে নবম স্থানে। দ্বিতীয় ওয়ানডের জয় সেটাই নিশ্চিত করেছে। এখন বাংলাদেশের রেটিং ৭৮। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে দশম স্থানে।
অন্যদিকে, শ্রীলঙ্কা হারায় তারাও এক ধাপ পিছিয়েছে। আগে তারা ছিল চারে, এখন নেমেছে পাঁচে। তাদের রেটিং ১০২। আর সুযোগটা কাজে লাগিয়ে চার নম্বরে উঠে এসেছে পাকিস্তান, যাদের রেটিং ১০৪।
শনিবার রাতে ম্যাচ শেষে আইসিসির র্যাঙ্কিং হালনাগাদ করা হয়। যেখানে শীর্ষ তিনে যথারীতি আছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে র্যাঙ্কিংয়ের প্রথম আটে। এই হিসাব নেওয়া হবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। তার আগে পর্যন্ত টাইগারদের আটে থাকার লড়াই চালিয়ে যেতে হবে। না পারলে খেলতে হবে বাছাইপর্ব, যেখান থেকে চারটি দল সুযোগ পাবে মূল পর্বে।
এদিকে, লঙ্কানদের বিপক্ষে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ জিতলে লঙ্কান মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। এর আগে শ্রীলঙ্কার মাটিতে ছয়টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, চারটিতে হেরেছে, বাকি দুটি ড্র।
তবে সিরিজ জিতলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর উন্নতি হবে না। যদিও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং ব্যবধান বাড়ানোর সুযোগ থাকবে মিরাজদের সামনে।
- বিষয় :
- বাংলাদেশ-শ্রীলংকা
- ক্রিকেট
- আইসিসি
- ওয়ানডে