ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রেডস-ব্লুজদের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত

রেডস-ব্লুজদের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ১১:৫৮

সমীকরণটা কঠিন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে হারলেই বিপদ হয়ে যেত। লেস্টার সিটি চলে যেত চ্যাম্পিয়নস লিগে। এমন ম্যাচে রোববার রাতের ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে রেড ডেভিলসরা। মৌসুমে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ করেছে তারা। নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগে খেলা।

অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে উলভহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। তারাও ছিল কঠিন সমীকরণের সামনে। হারলে সমীকরণের ম্যারপ্যাচে শেষ চার থেকে ছিটকে পড়তো ব্লুজরা। কারণ গোল ব্যবধানে পিছিয়ে ছিল চেলসি। কিন্তু ফ্রাঙ্ক ল্যাম্পার্ড সেটা হতে দেননি। জয়ে ম্যানইউয়ের সমান ৬৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে চারে শেষ করেছে তারা।

চেলসি ম্যাচের দুই গোলই করেছে প্রথমার্ধের যোগ করা সময়ে। অতিরিক্ত সময় এক মিনিটই হতেই গোল করেন ম্যাসন মাউন্ট। তিন মিনিট পরে অলিভার জিরুদ গোল করে প্রথমার্ধেই দলকে ২-০ গোলের লিড এনে দেন। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোল করতে পারেনি চেলসি। তাতে আগামী মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ে প্রতিযোগিতা করার জন্য নির্বাচিত হওয়া আটকায়নি চেলসির।

অন্যদিকে লেস্টার সিটির মাঠে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচের ৭১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে প্রথম লিড নেয় ম্যানইউ। ওই গোল শোধ দেওয়ার জোর চেষ্টা চালায় লেস্টার। কিন্তু পারেনি বরং ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আগে আরও এক গোল করেন লিনগার্ড। দলের জয় নিশ্চিত করে আগামী মৌসুমের ইউরোপ সেরার লড়াইও নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন

×