ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নারীদের আইপিএলের আশা দিলেন গাঙ্গুলি

নারীদের আইপিএলের আশা দিলেন গাঙ্গুলি

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০ | ০১:৩৯

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসর বসতে যাচ্ছে। আইপিএল দিয়ে খুলছে ভারতের বন্ধ ক্রিকেটের তালা। সঙ্গে নারীদের আইপিএলও আয়োজন করতে চায় ভারত। মেয়েদের ক্রিকেটও মাঠে ফেরাতে চায় তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এমন আশার কথাই জানিয়েছেন।

রোববার আইপিএল গভর্নিং কাউন্সিলের সভার আগে সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, নারীদের আইপিএলের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। নারী জাতীয় দলকে নিয়েও আলাদা পরিকল্পনা আছে আমাদের।’

ভারতীয় ক্রিকেটের দাদা খ্যাত সৌরভ জানান, করোনা প্রাদুর্ভাবের মধ্যে নারী কিংবা পুরুষ, কোন ক্রিকেটারকেই তারা ঝুঁকির মুখে ফেলতে রাজি নন। তবে তারা নারী ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্প করার কথা ভাবছেন।

ধারণা করা হচ্ছে, মেয়েদের আইপিএল সংযুক্ত আরব আমিরাতেই হবে। ছেলেদের আইপিএলের আগেই শেষ করা হতে পারে মেয়েদের আসর। সৌরভ গাঙ্গুলি তেমনটাই জানিয়েছেন। ভারতীয় নারী ক্রিকেট দলের অনেকে তাই উচ্ছ্বসিত। তারা  ২০২১ নারী বিশ্বকাপের (৫০ ওভারের) প্রস্তুতি আমিরাতের আইপিএল দিয়েই সারতে চায়।

আরও পড়ুন

×