মেসিকে থামাতে পারবেন কিনা জানেন না কোম্যান

ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২০ | ০১:১৮
দুই বছরের চুক্তিতে বার্সেলোনার নতুন কোচ হয়েছেন রোনাল্ড কোম্যান। তবে তার চুক্তির দুই বছর পূর্ণ করতে পারবেন কি-না জানেন না তিনি। তেমনি জানেন না, দল ছাড়ার গুঞ্জন ওঠা মেসিকে আটকাতে পারবেন কিনা। তবে নতুন দায়িত্ব নিয়ে জানিয়ে দিয়েছেন, মেসিকে ঘিরেই দল সাজাবেন তিনি।
নেদারল্যান্ডসের মতো ফুটবলের এলিট দলের কোচিং করানোর দায়িত্ব ছেড়ে অনিশ্চিতের পথে পা বাড়িয়েছেন কোম্যান। আনুষ্ঠানিক পরিচয় পর্বের অনুষ্ঠানে বার্সেলোনার সাবেক এই ডাচম্যান বলেছেন, ‘বার্সেলোনা সর্বোচ্চটা চায়। পুরনো দিনের পুনরাবৃত্তি কেউ দেখতে চায় না। ক্লাবের গৌরব ফিরিয়ে আনতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
বায়ার্নের বিপক্ষে লজ্জার হারের পর গুঞ্জন উঠেছে মেসি বার্সা ছাড়বেন। কোম্যানের প্রথম দায়িত্ব তাই মেসিকে থামানো। তবে কাজটা করতে পারবেন কিনা এখনই বলতে পারছেন না ২০ বছরের কোচিং অভিজ্ঞতা সম্পন্ন কোম্যান, ‘জানি না, মেসিকে বার্সায় থাকার জন্য সম্মত করতে পারবো কিনা। সে বিশ্বের সেরা ফুটবলার। তাকে আপনি অবশ্যই দলে চাইবেন।’
কোম্যান জানিয়েছেন, মেসিসহ বার্সার বেশ কিছু ফুটবলারের সঙ্গে আলাপ করবেন তিনি। মেসির সঙ্গে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাঠে কর্তৃত্ব করার চেষ্টা করবেন। খেলার ধরণ এবং বল পায়ে রাখার প্রশ্নে কোম্যানের পরিষ্কার উত্তর, তিনি ডাচ, বলের পজিশন ধরে মাঠে রাজত্ব করতে পছন্দ করেন তারা। এছাড়া কোচ, ফুটবলার আনা নেওয়ায় বার্সা ও নেদারল্যান্ডসের একটা যোগসূত্র আছে বলেও উল্লেখ করেন কোম্যান।
- বিষয় :
- কোম্যান
- বার্সা কোচ
- মেসি
- ফুটবল