দেখিয়ে দাও তুমিই সেরা, মেসিকে কোম্যান

মেসি ও বার্সা কোচ কোম্যান। ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০ | ০৩:২৬
বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েই মেসির সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছিল রোনাল্ড কোম্যানের। দলের সেরা তারকার সঙ্গে শীতল সম্পর্ক নিয়ে সামনে এগোনো কঠিন। কোম্যান তাই মেসির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। লিগ শুরুর আগে মেসির উদ্দেশ্যে সাবেক নেদারল্যান্ডস কোচ বলেছেন, মেসি যে সেরা এটা তাকে চলতি মৌসুমেও প্রমাণ করতে হবে।
ক্লাব চ্যানেলকে কোম্যান বলেন, ‘অনুশীলন খুবই ভালো চলছে। আমাদের সামনে ম্যাচের এখনও দুই সপ্তাহ বাকি। ফুটবলাররা খুবই ভালো কাজ করছে। আমাদের প্রথম সপ্তাহের অনুশীলন ছিল ফিটনেস নিয়ে। এবার কাজ করবো ট্যাকটিকস নিয়ে। সবাই খুবই উৎসাহ নিয়ে অনুশীলন করছে। আমার কাছে তাদের অনুশীলন দেখা গুরুত্বপূর্ণ ছিল। কারণ অনুশীলন থেকেই আমি বুঝবো একজন কেমন খেলবে।’
অনুশীলনে ফেরা লিওনেল মেসিকে নিয়ে কোম্যান বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার। মেসি দলের জন্য অনেক বছর ধরেই খুবই গুরুত্বপূর্ণ এবং সে সেটা জানেও। আশা করছি এই মৌসুমেও মেসি সেটা দেখিয়ে দেবে।’
বার্সেলোনায় নতুন মৌসুম সামনে রেখে বেশ কিছু তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন। প্রেদি, ফার্নান্দেজরা তার মধ্যে অন্যতম। এছাড়া দলে এসেছেন জুভেন্টাস থেকে পিয়ানিচের মতো অভিজ্ঞরা। কোম্যান বলেন, ‘তরুণরা অনুশীলনে দলের সঙ্গে খুবই ভালো মতো মানিয়ে নিয়েছে। এটা শক্তিশালী একটা দল এবং ম্যাচে যে কারও খেলার সম্ভাবনা আছে। অনুশীলনের পরিবেশ খুবই ভালো। অসাধারণ প্রতিভা নিয়ে তরুণরা এখানে যোগ দিয়েছে। এখন আমাদের খেলায় এবং ফিটনেসে উন্নতি আনতে হবে।’
- বিষয় :
- মেসি
- সেরা
- কোম্যান
- খেলা-আলোচিত
- ফুটবল