ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘ভিএআর-লালকার্ড ও রিয়ালের বিপক্ষে খেলা কঠিন’

‘ভিএআর-লালকার্ড ও রিয়ালের বিপক্ষে খেলা কঠিন’

ছবি: মাই স্পোর্টস নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০ | ০৪:৩০

মৌসুমের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পরে দ্বিতীয় ম্যাচে কষ্টের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ওই জয় নিয়ে হচ্ছে সমালোচনা। বার্সেলোনার সাবেক তারকা কার্লেস পুয়োল রিয়ালকে খোঁচা দিয়েছেন। রিয়াল বেটিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি সমালোচনা করেছেন রেফারির।

রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে বেটিসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা। এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ধারে বার্সেলোনা থেকে বেটিসে খেলা এমরাসন। তারপরও রিয়ালকে আটকে রেখেছিল বেটিস। কিন্তু শেষ দিকে পেনাল্টি পেয়ে গোল করে দলকে জয় এনে দেন রিয়াল অধিনায়ক রামোস।

এ নিয়ে মুখ খুলেছেন রিয়াল বেটিস কোচ আলেগ্রি। তার মতে, রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী এবং চ্যাম্পিয়ন দলের বিপক্ষে যদি ভিএআর এবং লালকার্ডের মতো সিদ্ধান্ত বিপক্ষে যায় তাহলে ম্যাচ জেতা কঠিন।

আলেগ্রি বলেছেন, ‘একটা পেনাল্টি, একটা লাল কার্ড, ভিএআর (ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি) এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে একসঙ্গে খেলে যাওয়ার কাজটি কঠিন। রেফারিকে দায়িত্ব দেওয়া হয় ম্যাচে নিরপেক্ষ বিচার করার জন্য, সেই হিসেবে তিনি হয়তো সঠিক। আমি এই ম্যাচে ১১ জন ১১ জনের বিপক্ষে কেমন খেলেছে সেটাই মনে রাখবো।’

ম্যাচে এমারসনের আত্মঘাতী গোল নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমিন প্রশ্ন উঠেছে এমারসনের লাল কার্ড খাওয়া নিয়েও। এমনকি রিয়াল যে পেনাল্টি থেকে গোল করেছে সেটা নিয়েও আছে প্রশ্ন। এ নিয়ে আলেগ্রি বলেছেন, ‘আমি ভিএআর পছন্দ করি। তারপরও এমারসনের আত্মঘাতী গোলের ক্ষেত্রে বেনজেমার পজিশন (অফ সাইট) কেমন ছিল সেটাও দেখার বিষয়।’

আরও পড়ুন

×