ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তবুও কোম্যানের চোখে অমনোযোগী ফাতি

তবুও কোম্যানের চোখে অমনোযোগী ফাতি

জোড়া গোলে নতুন মৌসুম শুরু করা আনসু ফাতি। ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০ | ০৩:২১

রোনাল্ড কোম্যানের অধীনে বার্সেলোনা লিগ মৌসুমে দুর্দান্ত শুরু করেছে। তরুণ-অভিজ্ঞদের মিশেলে কোম্যান একটা দল দাঁড় করাবার চেষ্টা করছেন। ওই দলের প্রধান ভরসা লিওনেল মেসি। ভবিষ্যত আনসু ফাতি। ১৭ বছরের তরুণ ফাতি দুর্দান্ত দুই গোল করে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সাকে ৪-০ গোলে জিতিয়েছেন।

মেসির পেনাল্টি থেকে করা গোলটাও আদায় করেছেন ফাতি। দুর্দান্ত ফাতির তাই প্রশংসা চলছে। বার্সার ভবিষ্যত মেসি বলা হচ্ছে। তরুণ ফুটবলার হিসেবে এমবাপ্পের চেয়েও এগিয়ে কিনা সেই প্রশ্ন উঠছে। এর মধ্যে বার্সা কোচ কোম্যান প্রশ্ন তুলেছেন, ফাতির মনোযোগ নিয়ে। সাবেক নেদারল্যান্ডস কোচের মতে, ফাতির ভবিষ্যত উজ্জ্বল। তার জন্য উন্নতি করে যেতে হবে স্পেনের হয়ে ১৭ বছরেই আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করা ফাতির।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোম্যান বলেছেন, ‘আমাদের অবশ্যই এই ম্যাচে দলের এবং আনসু ফাতির পারফরম্যান্স নিয়ে কথা বলতে হবে। প্রাক মৌসুমে তার থেকে সেরাটা না পাওয়ায় আমি গত সপ্তাহে কিছুটা অনুযোগ করেছিলাম। তার বয়স মাত্র ১৭ বছর। সামনে তার উজ্জ্বল ভবিষ্যত। তবে তার জন্য ফাতিকে উন্নতি করে যেতে হবে। আমার মাঝে মধ্যে তাকে কিছুটা অমনোযোগী মনে হয়েছে।’

লুইস সুয়ারেজ অ্যাথলেটিকো মাদ্রিদে চলে যাওয়ায় বার্সার নাম্বার নাইন জার্সিটা ফাঁকা পড়ে আছে। কোম্যান মনে করেন ওই জায়গায় নতুন কাউকে সেভাবে দরকার নেই। তবে দলে একজন অতিরিক্ত স্ট্রাইকার থাকলে ভিন্নভাবে কৌশল সাজানো যায়, ‘আমরা স্ট্রাইকার ছাড়া খেলছি এটা সত্য। দলে একজন স্ট্রাইজার থাকলে জায়গা বদল করে খেলানো যায়। আমরা একজন নাম্বার নাইনকে নেওয়ার চেষ্টা করছি।’

আরও পড়ুন

×