বার্তামেউ যেতেই চাকরি নড়বড়ে কোম্যানের

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০ | ০১:২৭
বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ পদত্যাগ করেছেন। তিনি দায়িত্ব ছাড়তেই অনিশ্চিত হয়ে পড়েছে বার্সা কোচ রোনাল্ড কোম্যানের চাকরি। নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ক্যাম্প ন্যুতে এসেছেন কোম্যান। এখন তিনি একটা মৌসুম শেষ করতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন।
কারণ বার্সার নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে যারা আছেন তারা রাখবেন না কোম্যানকে। বরং তারা এরই মধ্যে সাবেক বার্সা ডিফেন্ডার কোম্যানের বিকল্প নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন। বার্তামেউ পদত্যাগ করার নিয়ম অনুযায়ী, তিন মাসের মধ্যে হতে হবে বোর্ড প্রেসিডেন্টের নির্বাচন।
ওই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট। তিনি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন দায়িত্ব পেলে বার্সার কিংবদন্তিদের ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনবেন।
সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসকে ফন্ট বলেছেন, ‘আমাদের লক্ষ্য শক্ত এবং প্রতিযোগিতাপূর্ণ একটি প্রজেক্ট দাঁড় করানো। বার্সেলোনা খুবই ভাগ্যবান যে, ইয়োহান ক্রুইফ আমাদের খেলার একটি ধরণ দাঁড় করিয়ে দিয়ে গেছেন। যারা এই ধরণের সঙ্গে পরিচিত, তারা এই ক্লাবের ভক্ত এবং ক্লাবকে ভালোবাসেন। যেমন-গার্দিওয়ালা, জাভি, ইনিয়েস্তা ও কার্লোস পুয়েলরা। আমরা তাদের আবার ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনতে চাই।’
লিওনেল মেসি কাতালান শিবির ছাড়তে মুখিয়ে ছিলেন। বার্তামেউ ক্লাব ছাড়ায় মেসি নিশ্চয় খুশি। তারপরও আর্জেন্টাইন তারকার আগামী মৌসুমে বার্সায় থাকার নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে ফন্ট তার প্রজেক্টের অংশ করতে চান মেসিকে। সামনের চ্যাম্পিয়নস লিগ বার্সার সর্বকালের সেরা তারকা মেসিকে নিয়েই জিততে চান দায়িত্ব পেলে।
তিনি বলেছেন, ‘আমরা যদি বার্সার সম্মান ফিরিয়ে আনতে পারি, মেসি ক্যাম্প ন্যুতে তার খেলা চালিয়ে যাবেন। ফুটবলের সেরা প্রজন্মের উত্তরসূরী দাঁড় করানো কঠিন। বিশেষ করে অন্য দলগুলো যখন প্রতিযোগিতা করছে এবং ফুটবলে অর্থ ঢালছে। বার্সেলোনাও সোনালি প্রজন্মের বিকল্প দাঁড় করাতে পারবে। তার জন্য বিনিযোগ করতে হবে বার্সার।’
- বিষয় :
- খেলা
- ফুটবল
- বার্সেলোনা
- কোম্যান