ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মাঠে হারলেও গ্যালারিতে জিতেছে ভারত

মাঠে হারলেও গ্যালারিতে জিতেছে ভারত

ছবি: সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০ | ০৫:৩৮ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০ | ০৬:১০

অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও হেরেছে ভারত। হেরেছে সিরিজও। তবে গ্যালারিতে ঠিকই জয় উদযাপন করেছেন এক ভারতীয়। অজি তরুণীর মন জয় করার উদযাপন।

ঘটনাটি রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের। তখন অস্ট্রেলিয়ার করা ৩৯০ রানের জবাবে ব্যাট করছে ভারত। হুট করে গ্যালারিতে রোমান্টিক এক দৃশ্য। আচমকা অস্ট্রেলিয়ান প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে হইচই ফেলে দিলেন ভারতীয় এক যুবক।

ভারতের সংবাদমাধ্যম জানায়, ভারত ম্যাচে যখন সিরিজে টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করছে, ঠিক তখনই এক অজি তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে আলো কেড়ে নেন ভারতীয় যুবক।

হাঁটু গেড়ে প্রেমিকার সামনে আংটির বাক্স খুলে ধরেন ওই যুবক। জানতে চান, জীবন সঙ্গী হতে চান কিনা। প্রস্তাবে সম্মতি জানান প্রেমিকা। এরপর একে অপরকে আলিঙ্গন করেন। চুম্বনও করেন।

ঘটনাটা ফুটে ওঠে টিভির পর্দায়। ধারাভাষ্যকাররাও করোনা আবহে মাঠে এমন রোম্যান্টিক দৃশ্যের বাহবা না দিয়ে পারেন নি। ম্যাচ চলাকালীন এই দৃশ্য দেখে মাঠ থেকেই হাততালি দিয়ে ওই জুটিকে অভিনন্দন জানান গ্লেন ম্যাকওয়েল।

খেলার মাঠে এমন দৃশ্য অবশ্য নতুন নয়। এর আগেও পরস্পরকে মন দিতে দেখা গেছে দুই দলের সমর্থককে। তবে করোনা মহামারিতে সবই থমছে ছিল। মাঠে দর্শক ফিরতেই গ্যালারির এমন দৃশ্য ক্যামেরাবন্দি হল। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে। অনেকে এই জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

আরও পড়ুন

×