গ্যালারিতেই তরুণীকে বিয়ে প্রস্তাব ভারতীয় যুবকের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০ | ০৫:৩৯
একদিকে চলছিল অস্ট্রেলিয়া বনাম ভারতের একদিনের আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে তখন খেলা চলাকালীন গ্যালারিতে ঘটে গেল এক বিরল দৃশ্য। এসময় গ্যালারিতে আচমকা অস্ট্রেলিয়ান এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে হইচই ফেলে দিয়েছেন ভারতীয় এক যুবক।
ভারতের সংবাদমাধ্যম জানায়, অস্ট্রেলিয়ার সিডনিতে রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রতিপক্ষ দলের মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে যখন সিরিজে টিকে থাকার জন্য সফরকারী দল প্রাণপণ চেষ্টা করছিলেন ঠিক তখনেই ওই অস্ট্রেলিয়ান তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে সব আলো কেড়ে নেন ভারতীয় যুবক।
হাঁটু গেড়ে বসে গার্লফ্রেন্ডের সামনে আংটির বাক্স খুলে ধরেন সেই যুবক। জানতে চান, তার সঙ্গে জীবন কাটাতে রাজি কিনা। এক মুহূর্তের অপেক্ষা। এরপরেই বয়ফ্রেন্ডের প্রস্তাবে সম্মতি।কোনা দেরি না করে হ্যাঁ বলার পর পরস্পরকে জড়িয়ে ধরে চুমু। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়ে ফুটে ওঠে টিভির পর্দায়। ধারাভাষ্যকাররাও করোনা আবহে মাঠে এমন রোম্যান্টিক দৃশ্যের বাহবা না করে পারেন নি। সর্বোপরি খেলা চলাকালীনই এই দৃশ্য দেখে মাঠ থেকেই হাততালি দিয়ে কাপলকে অভিনন্দন জানাতে ভোলেন নি গ্লেন ম্যাকওয়েল।
খেলার মাঠে এমন দৃশ্য অবশ্য নতুন নয়। এর আগেও পরস্পরকে মন দিতে দেখা গিয়েছে দুই দলের সমর্থককে। তবে করোনা আবহে সবই স্তব্ধ হয়ে গিয়েছিল। মাঠে দর্শক ফিরতেই গ্যালারির সেই চেনা ছবিটা আবার ক্যামেরাবন্দি হল। এদিনের ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এই জুটিকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন।
- বিষয় :
- অস্ট্রেলিয়া
- বিয়ের প্রস্তাব
- গ্যালারি