রাতে কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ডাগআউটে থাকছেন জেমি

কাতারের বিপক্ষে মাঠে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ দল। গতকাল দোহার আল আজিজিয়াহ বুটিক ক্লাব মাঠে অনুশীলনে জামাল-তপুরা - বাফুফে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৩:০৭ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৩:২৪
১৯৭৯ সালে এশিয়ান কাপ বাছাইয়ে ১-১ গোলে ড্রই কাতারের বিপক্ষে বাংলাদেশের সেরা সাফল্য। ৪১ বছরের ব্যবধানে দু'দলের মধ্যে পার্থক্যও অনেক। এশিয়ান ফুটবলের পরাশক্তি কাতার, বিপরীতে দক্ষিণ এশিয়ান ফুটবল নিয়েই পড়ে আছে বাংলাদেশ। এক বছর আগে ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের কাছে ২-০ গোলে হারলেও কাদা-পানির বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেই বাস্তবতা এখন নেই। কারণ কাতারের বিপক্ষে আজ ম্যাচটি হবে দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামের মসৃণ মাঠে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। এই ম্যাচে লাল-সবুজের ডাগআউটে থাকছেন দলের প্রধান কোচ জেমি ডে।
কাতার আর বাংলাদেশের মধ্যে ব্যবধান যোজন যোজন। তাই ঢাকার মাঠের সেই ম্যাচ থেকে লড়াইয়ের প্রেরণা খুঁজে নেওয়া বাংলাদেশ শিবিরে আছে ভয়ও। কাতারের শক্তিশালী আক্রমণভাগের ঝড় সামলে নিতে প্রস্তুত তপু বর্মণ-বিশ্বনাথ ঘোষরাও। কাতার-ঝড় সামলে দোহা থেকে এক পয়েন্ট নিয়ে ফেরার স্বপ্ন লাল-সবুজের দলটির। মূলত আজকের ম্যাচে বাংলাদেশের মূল পরিকল্পনাই হলো গোল হজম না করা।
বিশ্বকাপ বাছাইয়ে যে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ, সেই দলটিকে দোহায় ছয় গোলে বিধ্বস্ত করেছিল কাতার। গ্রুপ 'ই'তে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে টপারে থাকা মধ্যপ্রাচ্যের দেশটি প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি গোল দিয়েছে; ১১টি। আর এই গ্রুপে সবচেয়ে বেশি গোল হজম করেছে বাংলাদেশ; ৮টি। দিয়েছে মাত্র দুটি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, আজকের ম্যাচটি হতে যাচ্ছে কাতারের আক্রমণভাগ বনাম বাংলাদেশের রক্ষণভাগ।
৪-১-৪-১ ফরমেশনে মাঠে নামবে বাংলাদেশ। কাতারের আক্রমণ সামলানোর জন্য গোলপোস্টের নিচে আশরাফুল ইসলাম রানার সঙ্গে রক্ষণভাগে পরীক্ষা দিতে হবে তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিনদের। কাতার সাধারণত ৩-৪-৩ ছকে খেলে থাকে। আক্রমণে একসঙ্গে সাতজন ওপরে চলে আসে। তখন রক্ষণভাগের ওপর চাপটা বেড়ে যায়। সেই চাপ যেন না বাড়ে, তাই মিডফিল্ড থেকে জামাল ভূঁইয়া এবং মানিক মোল্লাকেও আজ নিচে নামিয়ে খেলাবেন কোচ।
পুরো দলই জানে কাতার কতটা শক্তিশালী। একটু ছাড় দিলেই সবকিছু হয়ে যাবে এলোমেলো। আজকের ম্যাচে বাংলাদেশের প্রথম টার্গেটই হলো কাতারের মাঠে ড্র। সেটা করতে হলে প্রথম ২০ মিনিট গোল হজম করা যাবে না। আর জেমি ডের অধীনে আন্তর্জাতিক ম্যাচগুলোতে প্রথম বিশ মিনিট খুব কমই গোল খেয়েছে বাংলাদেশ। মূলত প্রথমার্ধে কাতারকে আটকাতে পারলেই মানসিকভাবে আরও চাঙ্গা হবেন তপুরা। এরপর দ্বিতীয়ার্ধের লড়াই। তবে তপু-রানাদের মূল লক্ষ্য হলো শেষ পর্যন্ত লড়াই করা। হারার আগেই হেরে যেতে চায় না লাল-সবুজের দলটি। কাতার শক্তিশালী হলেও তাদের থামানো সম্ভব বলেই বিশ্বাস ফুটবলারদের।
২০১৯ সালের ১০ সেপ্টেম্বর দোহায় কাতারকে গোলশূন্যভাবে রুখে দিয়েছিল ভারত। সে ম্যাচটি ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ ছিল। কাতার-ঝড়েও সামনে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের গোলরক্ষক গুরপ্রিত সিং। ওই ম্যাচে ভারতের পোস্টে ২৯টি শট নিয়েও গোল করতে পারেনি কাতার। আজ সেই কাতারের মুখোমুখি হওয়ার আগে ভারত ম্যাচকেই প্রেরণা হিসেবে নিচ্ছেন জামাল ভূঁইয়ারা। ফুটবলারদের মধ্যে একটাই বিশ্বাস, ভারত পারলে আমরা কেন পারব না। সেই বিশ্বাসটা জন্মেছে গত বছর ১৫ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এই ভারতের সঙ্গে লাল-সবুজের দলটি ১-১ গোলে ড্র করেছিল বলে।
ফিফা র্যাঙ্কিংয়ে কাতারের অবস্থান ৫৯, আর বাংলাদেশ ১৮৪। র্যাঙ্কিংয়ে দু'দলের এই ব্যবধান বলে দিচ্ছে কতটা এগিয়ে কাতার। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটির বিপক্ষে আজ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের হারের সম্ভাবনাই বেশি। র্যাঙ্কিংয়ের পার্থক্য দেখে সবারই একই কথা। কিন্তু র্যাঙ্কিংয়ে বিশ্বাসী নন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। গত বছরের ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিনও র্যাঙ্কিং নিয়ে কথা বলতে হয়েছিল তাকে। কাতারের সঙ্গে ম্যাচে র্যাঙ্কিং প্রসঙ্গ আসতেই জামালের উত্তর, 'র্যাঙ্কিং শুধুই একটা সংখ্যা। আমি র্যাঙ্কিংয়ে বিশ্বাস করি না। র্যাঙ্কিং কোনো দলের মানদ হতে পারে না। ম্যাচের দিন যে ভালো খেলবে তারাই তো জিতবে। আমি সবসময় এটাই চিন্তা করে আসছি।'
এদিকে আজকের ম্যাচে বাংলাদেশের ডাগআউটে থাকছেন দলের প্রধান কোচ জেমি ডেই। বাংলাদেশ দল কাতারে দুই সপ্তাহ আগে চলে গেলেও করোনা পজিটিভ হওয়ায় যেতে পারেননি জেমি। তার অনুপস্থিতিতে অনুশীলন পরিচালনা করেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। করোনা নেগেটিভ হওয়ার পর বুধবারই কাতার যান বাংলাদেশ কোচ। ওই দিনই তার কভিড টেস্ট করা হয়। গতকাল সেই পরীক্ষার ফলও এসেছে। করোনা পরীক্ষায় নেগেটিভ জেমি ডে। তবে কোয়ারেন্টাইনের নিয়মের কারণে ব্রিটিশ এ কোচের ম্যাচের দিন বাংলাদেশের ডাগআউটে দাঁড়ানো নিয়ে শঙ্কা ছিল। তবে সেই শঙ্কাও উড়ে গেছে। সমকালকে জেমি নিশ্চিত করেছেন, কাতারের বিপক্ষে আজকের ম্যাচে তিনি ডাগআউটে দাঁড়াবেন। আর মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে এক পয়েন্টের স্বপ্ন তার। একই সঙ্গে তার পরিকল্পনা হলো কাতারকে গোল করতে না দেওয়া।