ডার্বি জয়ে মডরিচ-ক্রুসের প্রশংসায় জিদান

মাদ্রিদ ডার্বি জয়ের ম্যাচে দারুণ ছন্দে ছিলেন মডরিচ। সঙ্গে মিডফিল্ডার টনি ক্রুসও। ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৫:৪১
লিগ ম্যাচে আলাভেস হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়নস লিগে আবার শাখতার দোনেস্কর বিপক্ষে পা হড়কে চাপে পড়ে যায় তারা। খারাপ ওই দুই ম্যাচের পর অসাধারণ এক সপ্তাহ কাটাল লস ব্লাঙ্কোসরা। জয় তুলে নিলে গুরুত্বপূর্ণ তিন ম্যাচে।
লা লিগায় দারুণ ছন্দে থাকা সেভিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়। এরপর চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাগকে ২-০ গোলে হারায় জিদানের দল। পরের ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে গেল মৌসুমের লিগ জয়ী রিয়াল। ফিরেছে কক্ষপথে। দলের দারুণ এই জয়ে অসাধারণ খেলেছেন রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস এবং ক্রোয়াট মিডফিল্ডার লুকা মডরিচ।
ম্যাচে লুকা এবং ক্রুস একে অপরকে দিয়েছেন ৯০টি পাস। যার ৮৭টিই সফল। ২০০৫-০৬ মৌসুমের পর ডার্বি ম্যাচে যা সর্বোচ্চ। রোজি ব্লাঙ্কোসদের বিপক্ষে রিয়ালের মাঝ মাঠের ওই দখলই দলকে এনে দিয়েছে জয়। মৌসুমে মাত্র তিন ম্যাচে টনি ক্রুস, লুকা মডরিচ ও কাসেমিরোর জুটি দাঁড় করিয়েছেন জিদান। গোল করে কাসেমিরো দিয়েছেন প্রতিদান।
ডার্বিতে সাত ম্যাচ অপরাজিত থাকা জিদান তাই দলের মিডফিল্ডকে প্রশংসায় ভাসিয়েছেন। দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নেওয়া কোচ বলেছেন, 'ক্রুস-মডরিচকে একসঙ্গে নামিয়েছিলাম, সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। কাজটা আমাদের করতেই হতো। তারাও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত বল চালাচালি করেছে। মাঠে ফাঁকা জায়গা তৈরি করেছে। তারা ছিল এক কথায় অসাধারণ।'
শুধু মডরিচ-ক্রুস নয় রিয়াল কোচের প্রশংসা পেয়েছেন দলের স্ট্রাইকার করিম বেনজেমা, উইঙ্গ ও ফুলব্যাকে খেলা লুকাস ভাসকেস, অধিনায়ক সের্গিও রামোস, সেন্ট্রাল ডিফেল্ডার রাফায়েল ভারানে, রাইট উইঙ্গ ব্যাক দানি কারভাহাল। জিদানের চোখে এটা অসাধারণ এক সপ্তাহ। তবে টানা তিন জয় উদযাপন করার মতো কিছু নয় বলেও উল্লেখ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ফুটবলার। তার মতে, রিয়াল মাদ্রিদ এখনও কিছুই জেতিনি।