স্ট্রেচারে মাঠ ছেড়েছেন নেইমার, দুঃসংবাদের আশঙ্কা

গুরুতর ইনজুরির শঙ্কায় নেইমার। ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০১:৪১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৪:৩৯
ঘরের মাঠে অলিম্পিয়াকোস লিঁওর বিপক্ষে ১-০ গোলে হেরেছে প্যারিস সেন্ট জার্মেইন। সঙ্গে আছে পিএসজি তারকা নেইমারের গুরুতর চোটে পড়ার চোখ রাঙানি। ম্যাচের শেষ সময়ে ইনজুরি নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
পিএসজি কোচ টমাস টুখেল এখন দলের সেরা তারকার স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছেন। নেইমারের ইনজুরি কতটা গুরুতর, কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিয়েই চিন্তিত তিনি।
রোববার রাতে ম্যাচের যোগ করা সময়ে খুবই বাজেভাবে নেইমারকে ট্যাকল করেন লিঁওর ফুটবলার থিয়াগো মেন্ডিস। তাকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় লাল কার্ড দেখান রেফারি। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে নেইমার এবং পিএসজির।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নেইমারের গোড়ালির হাড়ে চিড় হওয়ার সম্ভাবনা প্রকট। ব্যথায় তাই সাবেক বার্সেলোনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চোখে জল নিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে অবশ্য নেইমারের ইনজুরি নিয়ে তেমন কিছু বলতে পারেননি পিএসজির জার্মান কোচ টমাস টুখেল।
তিনি শুধু জানান যে, দেওয়ার মতো কোন খবর এখনও তার কাছে নেই। চিকিৎসকরা নেইমারের সঙ্গে আছেন। তার দেখভাল করছেন। সোমবারের রিপোর্টের পরে তার ইনজুরির অবস্থা জানা যাবে।
লিঁওর বিপক্ষে ঘরের মাঠে এই ম্যাচে পিএসজির ম্যাচে ৩৫ মিনিটে একমাত্র গোলটি হজম করে। পরে তা আর শোধ করতে পারেনি। এ নিয়ে মৌসুমে ১৪ ম্যাচে চারটি হার দেখল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ২০০৯-১০ মৌসুমের পরে লিগে যা তাদের বেশি হার। এছাড়া লিঁওর বিপক্ষে লিগে ২০০৭ সালের পরে ঘরের মাঠে প্রথম হারেরও স্বাদ নিল পিএসজি।