ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

লিটন-সৌম্যদের ২১১ রানের চ্যালেঞ্জ দিল খুলনা

লিটন-সৌম্যদের ২১১ রানের চ্যালেঞ্জ দিল খুলনা

জেমকন খুলনার বিপক্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম। ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৭:২২

বঙ্গবন্ধু টি-২০ কাপের টপ ফেবারিট গাজী গ্রুপ চট্টগ্রাম। গ্রুপ পর্বে আট ম্যাচের সাতটিতেই জিতেছে তারা। দুই ম্যাচে জেমকন খুলনাকে পাত্তা দেয়নি। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে তাই সাকিব-মাহমুদুল্লাহদের বিপক্ষে ফেবারিট তকমা নিয়েই মাঠে নামেন লিটন দাস-সৌম্য সরকার-মুস্তাফিজুর রহমানরা। কিন্তু পরিসংখ্যান উল্টে চট্টগ্রামের সামনে ২১১ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে জেমকন খুলনা।

শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করা খুলনা। দলের ওপেনার জহুরুল ইসলাম খেলেন দারুণ এক ইনিংস। তার ৫১ বলে পাঁচ চার ও চারটি ছক্কায় গড়া ৮০ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত্তি পেয়ে যায় খুলনা।

পরে মাহমুদুল্লাহ-সাকিবরা রানটা নিয়ে যান দুইশ’র ওপাশে। খুলনার হয়ে জহুরুলের সঙ্গে ওপেন করতে নামা জাকির হোসেন করেন ১৬ রান। ধীরে ব্যাট করেন তিনি। কিন্তু তিনে নেমে ইমরুল কায়েস স্কোর বোর্ডে যোগ করেন ১২ বলে ২৫ রান। দেখান ছোট্ট একটা ঝড়।

এরপর ৯ বলে তিন ছক্কা ও দুই চারে ৩০ রানের এক ঝড় দেখিয়ে সাজঘরে ফেরেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। স্ট্রাইক রেট চোখ ধাঁধাঁনো ৩৩৩.৩৩। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে ফর্মে ফেরার আভাস দেওয়া বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান দলকে ফাইনালে নেওয়ার ম্যাচে খেলেন ১৫ বলে দুই চার ও দুই ছয়ে ২৮ রানের ভালো এক ইনিংস। সঙ্গে আরিফুল হকের ১৫ দলকে বিশাল ওই লক্ষ্য এনে দেন।

আরও পড়ুন

×