নাসুমকে হেয় করায় মুশফিককে জরিমানা

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৩:৫৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৪:০৩
বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমকে তার সতীর্থ নাসুম আহমেদকে হেয় করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া দেওয়া হয়েছে একটি ডিমেরিটি পয়েন্ট। ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান তাকে এই শাস্তি দিয়েছেন। জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম তার ভুল স্বীকার করায় এবং সাজা মেনে নেওয়ার পরবর্তীতে আর শুনানির দরকার পড়েনি।
বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লে অফের ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বেক্সিমকো ঢাকা। ওই ম্যাচে দু'বার নাসুম আহমেদের প্রতি আক্রমণাত্মক মনোভাব পোষণ করেন মুশফিক। এর মধ্যে ১৭তম ওভারে নাসুমকে এক প্রকার তেড়ে মারার ভঙ্গি করেন তিনি।

পরে বেক্সিমকো ঢাকার অধিনায়ক তার ওই ভুলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তবে বিসিবির শৃঙ্খলা ভাঙায় শাস্তি তাকে পেতেই হলো। বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান বিসিবির আচরণবিধি জনিত প্রথম ধারায় ২.৬ এর পরিপন্থি আচরণ করেছেন। তার বিরুদ্ধে তাই মাঠে থাকা দুই আম্পায়ার গাজী সোহেল ও মাহফুজুর রহমান অভিযোগ আনেন। এছাড়া থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও ফোর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপনও অভিযোগ করেন।
ধারায় ৭.৫ অনুযায়ী, মুশফিকুর রহিম যদি চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান তাহলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে। এছাড়া প্রথম ধাপের ধারা ভাঙার জন্য সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় এবং দুটি পর্যন্ত ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। মুশফিক তাই কম সাজাই পেয়েছেন। তার শাস্তির বিষয়টি বিসিবির মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগ নিশ্চিত করেছে।