ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অনুশীলনে চোট স্মিথের

অনুশীলনে চোট স্মিথের

অনুশীলনে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া.কম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৫:৩৬

ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু বেঞ্চেই থাকতে হবে অভিজ্ঞ এই ওপেনারকে। এর মধ্যেই ইনজুরি শঙ্কায় পড়েছেন দলের সেরা ভরসা স্টিভ স্মিথ।

মঙ্গলবার অনুশীলনে এসে চোটে পেয়েছেন তিনি। ব্যথা পেয়েছেন কোমরে। দলের মূল অনুশীলনের দশ মিনিটের মধ্যে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পান স্মিথ। দেরিতে অনুশীলনে আসা অজি টপ অর্ডার ব্যাটসম্যান ছাড়েন মাঠ। আর ব্যাটিং অনুশীলনে আসেননি তিনি।

তবে স্মিথের ইনজুরি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয় অস্ট্রেলিয়া। বুধবারই স্মিথ অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবার চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টের আগে আরও  ইনজুরির দুশ্চিন্তা আছে অস্ট্রেলিয়া শিবিরে।

ওয়ার্নার ছাড়াও তরুণ পুকোভস্কি ইনজুরিতে আছেন। প্রথম টেস্টের দল থেকে ছিটকেও গেছেন তিনি। অন্যদিকে তরুণ অজি ক্রিকেটার ক্যামেরুন গ্রিন কনকাশন ইনজুরিতে পড়েছেন। তবে প্রথম টেস্টের দলে আছেন তরুণ এই ব্যাটিং অলরাউন্ডার। ওই ইনজুরি থেকে ফিরে ফিটনেস টেস্ট পার হতে পারলে ভারতের বিপক্ষে অভিষেকও হয়ে যাবে তার।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, 'গ্রিন ফিটনেস টেস্টে পাশ করলে প্রথম টেস্টে অবশ্যই খেলবে। এমনকি কয়েক ওভার বোলিংও করতে পারে।' গ্রিনের প্রশংসা করেছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্গা রাহানে। তার মতে, তরুণ গ্রিনকে দেখে মনে হয়েছে পরিপূর্ণ এক ক্রিকেটার সে।

আরও পড়ুন

×