ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'মৌসুমের সেরা খেলা দেখিয়েছে বার্সা'

'মৌসুমের সেরা খেলা দেখিয়েছে বার্সা'

রিয়ার সোসিয়েদাদের বিপক্ষে গোল করে বার্সেলোনার উদযাপন। ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০১:৪১

অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়ার মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছিল রিয়াল সোসিয়েদাদ (বর্তমানে দুই)। তাদের বিপক্ষে বুধবার রাতের ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে দেখিয়েছে দারুণ পারফরম্যান্স। পিছিয়ে থেকেও দলের এই জয়কে মৌসুমের সেরা পারফরম্যান্স বলছেন কাতালান ডিফেন্ডার জর্ডি আলবা।

ম্যাচের ২৭ মিনিটে সোসিয়েদাদ ফুটবলার উইলিয়াম জোসে গোল করে বার্সেলোনাকে পেছনে ফেলে দেন। ৩১ মিনিটে ফুল ব্যাক জর্ডি আলবা গোল করে দলকে সমতায় ফেরান। এরপর দারুণ ছন্দে ফেরা নেদারল্যান্ডসের তরুণ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং গোল করে দলকে জয় এনে দেন।

মোভিস্টারকে ম্যাচ শেষে স্পেন ডিফেন্ডার জর্ডি আলবা বলেছেন, 'এটা ছিল মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্স। বিশেষ করে প্রথমার্ধে আমরা যে খেলাটা দেখিয়েছি। দলের দৃষ্টিভঙ্গি ও লড়াইয়ের মানসিকতা দেখে আমি সত্যিই খুব খুশি। এই জয় দলকে উদ্বুদ্ধ করবে। পয়েন্ট টেবিলেও আমরা সামনে উঠছি।'

আলবা জানান, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে সেটা তারা জানতই। লিগের সেরা দলগুলোর একটি তারা। ম্যাচের মধ্যে আবার সোসিয়েদাদ তাদের খেলার ছক বদলে চাপেই ফেলে দিয়েছিল বার্সাকে। তবে গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি আলবা। তার ওমন শটে একশ'টায় একটা গোল পাওয়া যায় বলেও উল্লেখ করেন আলবা। তার  চোখে, এটা প্রত্যেকটা বলের জন্য অসাধারণ লড়াই করা দুর্দান্ত এক বার্সা।

বার্সেলোনা এ নিয়ে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে টানা ২৩ ম্যাচে জয় তুলে নিয়েছে। এছাড়া পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট পেয়ে বড় এক লাফ দিয়েছে কাতালানরা। রিয়াল, অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল সোসিয়েদাদের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে থেকে পাঁচে উঠেছে তারা।

আরও পড়ুন

×