ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আমরা ই গ্রেডের মানুষ: সালাউদ্দিন

আমরা ই গ্রেডের মানুষ: সালাউদ্দিন

বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালের আগের দিন গাজী গ্রুপ চট্টগ্রামের দুই তারকা সৌম্য ও মুস্তাফিজের সঙ্গে কোচ সালাউদ্দিন। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৭:৪৫

বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিব, মুশফিক, আব্দুর রাজ্জাকরা গুরু মানেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। মাশরাফি মর্তুজা নির্দিধায় বলেন, দেশ সেরা কোচ সালাউদ্দিন। সৌম্য-লিটনরা সমস্যায় পড়লেই ছুটে যান তার কাছে। অথচ প্রিমিয়ার লিগ, বিপিএলের দুর্দান্ত দল পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন কোচ সালাউদ্দিন নিজেকে ই গ্রেডের মানুষ মনে করছেন।

জেমকন খুলনার বিপক্ষে বঙ্গবন্ধু টি-২০ কাপে চট্টগ্রামের ফাইনালের আগের দিন সংবাদ মাধ্যমকে মোহাম্মদ সালাউদ্দিন হতাশা ব্যক্ত করে বলেন, 'আমি এখান থেকে কোন পারিশ্রমিক নিচ্ছি না। কারণ আমি গাজী গ্রুপে চাকরি করি। কোচের পারিশ্রমিকের ব্যাপারে আমি খুব লজ্জিত। এ ধরণের পারিশ্রমিকে কখনই কোন ছেলেকে কোচিংয়ে আসতে বলবো না।'

তিনি জানান, সব সময় তিনি চেয়েছেন বাংলাদেশের কোচিংয়ে সাবেক ক্রিকেটাররা আসুক। চেয়েছেন তারা যেন সম্মান নিয়ে বাঁচতে পারে। কিন্তু বাংলাদেশে কোচের কোন মূল্যায়ন হয় না। কোচিংয়ে এসে নিজেকেই এখন তাই ই গ্রেডের মানুষ মনে হয় সালাউদ্দিনের।

লিটন-মিঠুনদের কোচ বলেন, 'ডি গ্রেডের একটা খেলোয়াড় যে পারিশ্রমিক পাচ্ছে, একজন কোচ তাও পাচ্ছেন না। তাহলে কেন আমি আরেকজনকে কোচিংয়ে আসতে বলবো। আমরা হলাম ই গ্রেডের মানুষ, অ্যাসিস্ট্যান্ট কোচরা হয়তো এফ গ্রেডের। সেক্ষেত্রে ট্রেইনাররা জি কিংবা এইচ হবেন।'

দেশসেরা এই কোচ জাননা, কোচদের মূল্যায়ন না করার মানে দলে তাদের কোন প্রভাব নেই। তাদের আসলে শুধু একটা ম্যাচ কিংবা টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়। এর বাইরে যেন তাদের কিছুই করার নেই।

আরও পড়ুন

×