অজিদের দুইশ'র আগেই থামাল ভারত

ছবি: আইসিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ০৫:৪০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ | ০৬:৪০
অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন লোয়ার মিডল অর্ডারে ভারতকে যন্ত্রণা দিয়েছেন। বিরাট কোহলিবাহিনীর বড় লিডের আশা ভেঙেছেন। নয়তো অ্যাডিলেড ওভাল টেস্টে দ্রুতই অলআউট হয়ে যেত স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত প্রথম ইনিংস থেকে ১৯১ রান তুলেছে তারা। ভারত লিড পেয়েছে ৫৩ রানের।
আগের দিন ছয় উইকেট হারানো ভারত দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট হয়ে যায়। প্রথম ইনিংস থেকে তুলতে পারে ২৪৪ রান। জবাব দিতে নামা অস্ট্রেলিয়া শুরুতে জাসপ্রিত বুমরাহ এবং রবিশচন্দন অশ্বিনের তোপে ৭৯ রানে হারায় ৫ উইকেট। দলের দুই ওপেনার ম্যাথু ওয়েড ও জো বার্নস ৮ রান করে তুলে বুমরাহর বলে সাজঘরে ফেরেন।
এরপর অশ্বিন তুলে নেন পরের তিন উইকেট। এক রানে ফেরান স্টিভ স্মিথকে। ম্যাথু হেড ৭ রান করে সাজঘরে ফেরেন। আর অভিষিক্ত ক্যামেরুন গ্রিন ১১ রান তুলে অশ্বিনের বলে কোহলির হাতে ক্যাচ দেন। দ্রুত অলআউটের শঙ্কায় থাকা অজিদের তিনে নামা মার্নাস লাবুশানে এবং টিম পেইন ভরসা দেন।
কিন্তু পরের ধাপে পেসার উমেশ যাদবের বলে ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। লাবুশানে খেলেন ৪৭ রানের ইনিংস। দলের পক্ষে ৭৩ রানের ভালো এক ইনিংস খেলে অপরাজিত থাকেন টিম পেইন। শেষে মিশেল স্ট্রাক ১৫ ও নাথান লায়ন ১০ রান করলেও দুইশ' ছোঁয়া হয়নি অজিদের।
ভারতের হয়ে ইশান্ত শর্মার বদলে দলে জায়গা পাওয়া উমেশ যাদব দেন ৩ উইকেট। শুরুর দুটির পরে আর উইকেট পাননি বুমরাহ। তবে অশ্বিন তুলে নেন ১৮ ওভারে ৫৫ রান দিয়ে ৪ উইকেট। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে এক উইকেটে তুলেছে ৯ রান। পৃথ্বী শ' ফিরেছেন ৪ রান করে।