ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাশিয়ায় জিমন্যাস্টিকসে রাফির ব্রোঞ্জ জয়

রাশিয়ায় জিমন্যাস্টিকসে রাফির ব্রোঞ্জ জয়

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৫:১৬

রাশিয়ায় আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের জিমন্যাস্ট আবু সাঈদ রাফি। 

ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ইন আর্টিস্টিক জিমন্যাস্টিকস মিখাইল ভোরোনিন কাপ-২০২০ পেনজায় জুনিয়র ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করে এ পদক পেয়েছেন তিনি। 

বাংলাদেশ, রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়াসহ রাশিয়ায় ১৭টি শহরের জিমন্যাস্টদের নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। 

সেখানে ২৭ জনের মধ্যে  স্বতন্ত্র অল-অ্যারাউন্ড প্রতিযোগিতায় সেরা তিনে থেকে শেষ করেছেন বাংলাদেশি রাফি।  গত শুক্রবার শুরু হয়েছে এই মিখাইল ভেরোনিন কাপ। রোববার রাফির সামনে আছে আরও ছয়টি ইভেন্ট।

আরও পড়ুন

×