'সিডনি টেস্ট সূচি অনুযায়ীই হবে'

ছবি: ইন্ডিয়া টুডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৬:০০
চার টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে লজ্জার হার দেখেছে ভারত। প্রথম ইনিংসে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট হয়ে যায় মাত্র ৩৬ রানে। এরপর অজিদের কাছে হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ভারত এখন তাই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই মেলবোর্নে দ্বিতীয় টেস্ট নিয়ে চিন্তিত।
এরই মধ্যে সিডনিতে তৃতীয় টেস্ট চলে এসেছে দৃশ্যপটে। অস্ট্রেলিয়ায় করোনার দ্বিতীয় ঢেউয়ে তৃতীয় টেস্ট স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছে, সূচি অনুযায়ীই আগামী ৭ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টেস্টটি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি জানিয়েছেন, 'তৃতীয় টেস্ট এখনও (দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর) আড়াই সপ্তাহ পরে। এর মধ্যেই আমরা উত্তর সিডনির স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারবো। আমরা তৃতীয় টেস্টের সূচিতে কোন পরিবর্তন আনছি না এবং টেস্টটি সিডনি গ্রাউন্ডেই অনুষ্ঠিত হবে।'
অস্ট্রেলিয়া করোনার প্রাদুর্ভাব গ্রীষ্মে অন্যদের বিবেচনায় বেশ ভালোভাবে সামাল দিয়েছে। করোনার আক্রান্ত ও মৃত্যুর হার অস্ট্রেলিয়ায় কম থাকলেও শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে তারা টি-২০ বিশ্বকাপ আয়োজন করেনি। শীতকালীন দ্বিতীয় ঢেউও তাই তারা দমন করতে পারবে বলে আশাবাদী। এছাড়া ভারত সিরিজকে কেন্দ্র করে বিশেষ সুরক্ষা ব্যবস্থাও তারা করে রেখেছে বলে জানানো হয়েছে।