ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৩০০ মিলিয়ন কম বাজেট অনুমোদন রিয়ালের

৩০০ মিলিয়ন কম বাজেট অনুমোদন রিয়ালের

রিয়াল মেম্বারদের বৈঠক। ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৭:৩৭

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রিয়াল মাদ্রিদের চলতি মৌসুমের বাজেট আশঙ্কাজনকভাবে কমে গেছে। রোববার বোর্ড মেম্বারদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে চাহিদার থেকে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো বাজেট কম অনুমোদন করা হয়েছে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, এই বাজেটে দর্শকদের প্রত্যাশা মেটানোর কাজ করে যেতে হবে রিয়ালের।

করোনা প্রাদুর্ভাবের কারণে তিন মাস পরে বসেছে রিয়ালের এই সভা। গত মৌসুমে করোনা প্রাদুর্ভাব আসার আগেই বাজেট ঘোষণা করেছিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের গত মৌসুমের জন্য খরচের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮২২ মিলিয়ন ইউরো।

এবার তা থেকে প্রায় দুইশ' মিলিয়ন কম অর্থাৎ ৬১৭ মিলিয়ন ইউরো খরচের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বলছে, করোনার মারাত্মক এই প্রাদুর্ভাব না থাকলে বাজেটটা অনায়াসে ৯০০ মিলিয়ন ইউরো ছাড়াতো। গত মৌসুমের চেয়ে বৃদ্ধি পাওয়ার জায়গায় তাই ১৪ শতাংশ বাজেট কমেছে রিয়ালের।

তারপরও অন্তত ৬৯ মিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছে লস ব্লাঙ্কোসরা। তবে মাঠে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ দর্শক ফেরাতে পারলে ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছে বোর্ড মেম্বাররা। দ্রুত অবশ্য দর্শক মাঠে ফিরবে সেই আশা মাথায় রাখছেন না বোর্ড মেম্বাররা।

গত মৌসুমে রিয়াল যে বাজেট দিয়েছিল, সেটার মধ্যে মৌসুম শেষ করতে ১০ শতাংশ পর্যন্ত বেতন কাটা হয়েছিল ফুটবলার, কোচ এবং স্টাফদের। তারপরও ক্ষতির মুখে পড়তে হয়েছে ক্লাবের। চলতি মৌসুমেও তাই ফুটবলার, স্টাফদের বেতন কাটা হতে পারে বলে মনে করা হচ্ছে।

রিয়াল সভাপতি পেরেজ জানিয়েছেন, ফুটবল আর আগের মতো থাকছে না, এটা নিশ্চিত।  ক্লাবকে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। তার জন্য খুঁজে বের করতে হবে নতু পন্থা, যেন দর্শকদের কাছে ফুটবল তার আকর্ষণ না হারায়। রিয়ালের তরুণ এবং অভিজ্ঞরা এই সময়টা পাড়ি দিতে পারবে বলে আশা তার।

তিনি বলেছেন, 'রিয়াল মাদ্রিদ সবসময় ফিফা এবং ইউরোপিয়ান কাপের সঙ্গে ছিল। করোনা ফুটবলে নতুন কিছু যোগ করার দরকার বলে দেখিয়ে দিয়ে গেছে। এখন সেই নতুন মডেলটাকে সামনে এগিয়ে নিতে হবে। রিয়াল মাদ্রিদকে অবশ্যই তার সঙ্গে থাকতে হবে এবং মানিয়ে নিতে হবে। ইউরোপের বড় ক্লাবগুলোর কোটি কোটি ভক্ত। আমরা তাদের থেকে মুখ ঘুরিয়ে নিতে  পারি না। '

আরও পড়ুন

×