শীতকালীন দলবদলের বাজার গরম করবেন যারা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০ | ০৬:০৫
গ্রীষ্মকালীন দলবদলে পুরো বাজারটাই বলতে গেলে ঘুরেছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড। দর-দাম করেছে কিন্তু মন মতো ফুটবলার কিনতে পারেনি। ম্যানইউ অবশ্য শেষ দিকে ভ্যান ডি বিক ও এডিনসন কাভানিকে কিনেছে। তবে বাজার মাতিয়েছে চেলসি-আর্সেনাল। বেশ টাকা ঢেলেছে তারা।
বাজারে বার্সেলোনা ঘুরেছে কেবল লউতারো মার্টিনেজ এবং মেস্পিস ডিপের আশপাশে। কিন্তু পকেট ভারি না হওয়ায় কিনতে পারেনি কাউকে। ম্যানসিটি আবার লিওনেল মেসি চক্রে পড়ে পার করেছে মৌসুমে বড় সময়। রিয়াল মাদ্রিদ দেখেছে কেবল অন্যদের বেচা--কেনা। এবারের শীতকালীন দলবদলের মৌসুমে সকাল সকাল তাই বাজারে উঠতে হবে বার্সা-সিটির মতো ক্লাবের।
আর শীতকালীন এই দলবদলের বাজারটা গরম করতে পারেন রিয়াল মাদ্রিদের ইসকো, রেড ডেভিলসের পগবা, লিঁওর ডিপে কিংবা ইন্টারে এরিকসনরা। ধারের গুঞ্জন ওঠা ভিনিসিয়াস, পিএসজি ছাড়তে চাওয়া এমবাপ্পে এবং বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হ্যালন্ডরা আগামী মৌসুমের গন্তব্য নিয়ে আলোচনায় থাকবেন। শীতকালীন দলবদলের মৌসুমে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি করে রাখার সুযোগ আছে মেসিরও। তাকেও রাখতে হবে ধরার মধ্যে।
ইসকো: রিয়াল মাদ্রিদে ভাগ্যের চাকা ঘোরেনি ইসকোর। কেবল দলে জায়গা পাওয়ার লড়াই করে গেছেন। ইসকো তাই হাল ছেড়ে দিয়েছেন। গ্যারেথ বেল এবং জেমস রদ্রিগেজের পথ ধরতে চান তিনিও। জাতীয় দলের ক্যারিয়ারের কথাও তো ভাবতে হবে। সেজন্য জানুয়ারিতে রিয়াল ছাড়তে পারেন স্প্যানিশ মিডফিল্ডার। যেতে পারেন এভারটন, আর্সেনাল কিংবা জুভেন্টাসে।
পল পগবা: শীতকালীন দলবদলের বাজার সবচেয়ে গরম করে তুলতে পারেন ফ্রান্স মিডফিল্ডার পগবা। ম্যানইউতে ভালো নেই একশ' মিলিয়নের ট্রান্সফার রেডর্ক গড়া পগবা। তিনি তাই ছাড়তে পারেন ওল্ড ট্রাফোর্ড। ঢুকতে পারেন রিয়াল মাদ্রিদ, পিএসজির মতো ক্লাবে। এমনকি আবার জুভেন্টাসেও ফিরতে পারেন।
মেম্পিস ডিপে: চ্যাম্পিয়নস লিগে লিঁওর হয়ে গত মৌসুমে দারুণ খেলেছেন নেদারল্যান্ডস স্ট্রাইকার ডিপে। চলতি মৌসুমেও আছেন ছন্দে। তার ১৬ ম্যাচে ৮ গোলে টেবিলে শীর্ষে আছে লিঁও। গত মৌসুম শেষে বার্সেলোনা তাকে দলে পাওয়ার জোর চেষ্টা চালিয়েছে। কিন্তু ৩০ মিলিয়নের কাছাকাছি দামেও কাতালানরা তাকে কিনতে পারে। শীতকালীন মৌসুমে আলোর মুখ দেখতে পারে ডিপে-বার্সা চুক্তি।
ডেল আলী ও এরিকসন: ফর্মে নেই টটেনহ্যামের তরুণ ইংলিশ ফুটবলার ডেলে আলী। তাকে তাই স্পার্স কোচ মরিনহো বিক্রি করে দিতে পারেন। চলতি মৌসুমে মাত্র পাঁচ ম্যাচে শুরুর একাদশে থাকা আলীর গন্তব্য হতে পারে ইংলিশ কোন ক্লাবই। ধারেও ক্লাব ছাড়তে হতে পারে তার। অন্যজন ক্রিস্টিয়ান এরিকসন। টটেনহ্যাম থেকে ইন্টারে গিয়ে নিজের সেরাটা দেখাতে পারেননি ড্যানিশ মিডফিল্ডার এরিকসন।
এরিক গার্সিয়া ও জুনিয়র ফিরপো: ম্যানসিটি থেকে তরুণ স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে আনতে চায় বার্সেলোনা। আবার বার্সা দলের ফ্রান্স ডিফেন্ডার জুনিয়র ফিরপোকে বিক্রি করে দিতে চায়। এরিক গার্সিয়াকে নিয়ে গত মৌসুমের মতো এবারও কাঠ-খড় পোড়াতে হবে বার্সার।
জুলিয়ান ড্রাক্সলার: বয়স মাত্র ২৭। কিন্তু সেরা ছন্দে নেই ড্রাক্সলার। বলা যায় নেইমার-এমবাপ্পের ছায়ায় ঢেকে গেছেন তিনি। ড্রাক্সলার তাই ছাড়তে পারেন পিএসজি। জার্মান লিগে দেখা যেতে পারে তাকে। এছাড়া লিগ ওয়ানের ফ্লোরিন তাউভিন, নাপোলির মিলিক ছাড়তে পারেন দল।