ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ডমিঙ্গোর পছন্দে জন লুইস ব্যাটিং কোচ

ডমিঙ্গোর পছন্দে জন লুইস ব্যাটিং কোচ

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ০২:০৬

রাসেল ডমিঙ্গো চান তার সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করবেন এমন একজন ব্যাটিং কোচ। টাইগার প্রধান কোচের ইচ্ছাই পূরণ করছে বিসিবি। ডারহামের প্রধান কোচ জন লুইসকে নিয়োগ দিচ্ছে ডমিঙ্গোর পরামর্শে।

ইংলিশ এ ব্যাটিং বিশেষজ্ঞের সঙ্গে চুক্তি হয়ে গেছে বিসিবির। বাকি রয়েছে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সোমবার মিডিয়াকে ব্যাটিং কোচ চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য টাইগারদের ক্যাম্পে যোগ দেবেন নিল ম্যাকেঞ্জির উত্তরসূরি। খোঁজ নিয়ে জানা গেছে, মুমিনুলদের প্রধান কোচের সঙ্গে ভালো যোগাযোগ আছে জনের।

সে সূত্র ধরেই জাতীয় দলের কোচিং স্টাফে সম্পৃক্ত করা হচ্ছে তাকে। ম্যাকেঞ্জির মতো এক সংস্করণের কোচ হবেন না জন। দীর্ঘ মেয়াদে স্থায়ী ব্যাটিং কোচ করা হচ্ছে তাকে। ডমিঙ্গোরও চাওয়া তাই। স্থায়ী কোচ হলে ব্যাটসম্যানদের উন্নতি নিয়ে কাজ করতে পারবেন তিনি।

যে কারণে জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক ডেনিয়েল ভেট্টরির সঙ্গে বছরে ১০০ দিনের চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ সিরিজ চলাকালে বোলারদের শেখানোর সুযোগ থাকে না। এই চিন্তা থেকেই জনকে বিশ্বকাপের পরিকল্পনায় রেখে নিয়োগের সুপারিশ করেছেন ডমিঙ্গো।

আরও পড়ুন

×