ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সৌরভকে নিয়ে উদ্বেগ, টুইট করে সুস্থতা কামনা

সৌরভকে নিয়ে উদ্বেগ, টুইট করে সুস্থতা কামনা

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৬:৫৬ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০৭:১৩

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলিকে। তার হার্টে বসানো হয়েছে রিং। এছাড়া বাইপাস সার্জারির বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেবেন চিকিৎসরা। ভারতীয় ক্রিকেটের এই মহারাজের অবস্থা এখন স্থিতিশীল। তার সুস্থতা কামনা করেছেন রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের অনেকে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক টুইটে লিখেছেন, 'সৌরভ গাঙ্গুলি হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে আমি হতবাক। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। তোমার পরিবারের প্রতি সমবেদনা।'

পশ্চিমবঙ্গের গর্ভনর ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির সুস্থতা কামনা করে লিখেছেন, 'উডল্যান্ড হাসপাতাল থেকে খবর নিলাম, তার অবস্থা স্থিতিশীল বলে জানাল।'

বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোঁজ নিয়েছেন সৌরভ গাঙ্গুলির। অমিতের ছেলে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি। শাহ পরিবারের সঙ্গে তাই ভালো সম্পর্ক সৌরভের। জয় শাহও দ্রুত সৌরভের সুস্থতা কামনা করেন। 

ভারতের সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং বিরেন্দ্র শেবাগ টুইট করে সৌরভের আরোগ্য কামান করেন। শচিন টুইটারে লিখেছেন, 'আশা করছি তুমি দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠবে। দ্রুত আমাদের মাঝে ফিরে এসো সৌরভ।' শেবাগ হিন্দিতে টুইট করে বলেছেন, 'দাদা জল্দি সুস্থ হয়ে ফিরে এসো।'

ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও টুইট করে সৌরভের দ্রুত সুস্থতা কামনা করেন। কোহলি লিখেছেন, 'আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।' শেখর ধাওয়ান লিখেছেন, 'দাদা আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার জন্য প্রার্থনা।' এছাড়া পশ্চিমবঙ্গের দুই ক্রিকেটার মোহাম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা দ্রুত বোর্ড প্রেসিডেন্টের সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন

×