ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বার্সা শিবিরের দু'জন করোনা আক্রান্ত

বার্সা শিবিরের দু'জন করোনা আক্রান্ত

বার্সেলোনার কোচিং স্টাফ। বার্সার ফেসবুক থেকে নেওয়া ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১ | ০১:০৫

বার্সেলোনার দু'জন কোচিং স্টাফের দেহে করোনা শনাক্ত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার কারণে ফুটবলারদের অনুশীলন স্থগিত করা হয়েছে। এমনকি অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে রোনাল্ড কোম্যান সংবাদ সম্মেলনও করেননি।

বার্সা তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বলেছে, 'সোমবারের পিসিআর টেস্টে প্রথম দলের দু'জন কোচিং স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট এসেছে। ক্লাব বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। করোনা প্রটোকল অনুযায়ী মঙ্গলবার আবার সকল ফুটবলার এবং স্টাফকে করোনা পরীক্ষা করানো হবে।'

এছাড়া বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবারের স্থানীয় সময় বেলা ১১টায় যে অনুশীলন হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী ট্রেনিং কখন হবে এবং অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনের সময় বুধবার জানিয়ে দেওয়া হবে।

বার্সেলোনা সর্বশেষ হুয়েস্কার বিপক্ষে লিগ ম্যাচ খেলেছে শনিবার রাতে। মেসির লা লিগায় খেলা ৫০০তম ওই ম্যাচে ১-০ গোলে জিতেছে কাতালানরা। মেসির দেওয়া পাস থেকে গোল করেন ফ্রেঙ্কি ডি জং। ওই ম্যাচ খেলার পূর্বে নাকি পরবর্তী সময়ে দলে করোনা ঢুকে পড়েছে তা বলা দুষ্কর।

আরও পড়ুন

×