শেষ বেলায় রোহিতকে হারানোর আক্ষেপ ভারতের

ছবি: আইসিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ০২:৪১ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ | ০৩:১৩
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া চারশ’ ছাড়ানো লক্ষ্যে পৌছানো ভারতের জন্য অসম্ভবই বটে। তারপরও দেখার ছিল সফরকারীরা কতটা লড়াই করতে পারে। অজিদের ব্যাটিং দেখে উইকেটও তেমন কঠিন মনে হয়নি। টেস্টের চতুর্থ দিন চতুর্থ ইনিংসে রবি শাস্ত্রীর শিষ্যরাও ভালো ব্যাটিং করছিলেন। তবে শেষ বেলায় ওপেনার রোহিত শর্মার আউট হয়ে ফেরা আক্ষেপ বাড়িয়েছে ভারতের।
চতুর্থ দিন শেষ ভারত দ্বিতীয় ইনিংসে ৩৪ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে তুলেছে ৯৮ রান। এর মধ্যে ৩২তম ওভারে প্যাট কামিন্সের বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার ও সহ-অধিনায়ক রোহিত শর্মা। এর আগে শুভমন গিল ফিরে যান ৩১ রান করে। জয় পেতে তাদের এখনও দরকার ৩০৯ রান। শেষদিন সকালে ব্যাট করতে নামবেন চেতেশ্বর পূজারা (৯) ও আজিঙ্কা রাহানে (৪)।
এর আগে সিডনি টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৩৮ রান তোলে স্বাগতিক অস্ট্রেলিয়া। দলের হয়ে তিনে নামা মার্নাস লাবুশানে ৯১ ও চারে নামা স্টিভ স্মিথ খেলেন ১৩১ রানের ইনিংস। এছাড়া তরুণ ওপেনার উইল পুকোভস্কি যোগ করেন ৬২ রান। দলের আর কেউ যেভাবে ক্রিজে সেট হতে পারেননি। জবাব দিতে নেমে ভারত প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয়। দলের হয়ে ওপেনার শুভমন গিল ও তিনে নামা পূজারা ফিফটি করেই আউট হন। এছাড়া রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে এবং ঋষভ পান্ত সেট হয়ে সাজঘরে ফিরে যান।
প্রথম ইনিংস থেকে ৯৪ রানের লিড পাওয়া অজিরা দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিং করেন। চতুর্থ দিন ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। লিড নেয় ৪০৬ রানের। দ্বিতীয় ইনিংসেও লাবুশানে এবং স্মিথ ভালো ব্যাটিং করেন। লাবুশানের ব্যাট থেকে আসে ৭৩, স্মিথ করেন ৮১ রান। এছাড়া তরুণ অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন যোগ করেন ৮৪ রান।