ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রশংসায় ভাসছে ভারত, যোগ দিলেন সৌরভও

প্রশংসায় ভাসছে ভারত, যোগ দিলেন সৌরভও

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১ | ০৫:১১

সিডনি টেস্টে চতুর্থ ইনিংসে ১৩১ ওভার ব্যাটিং করার কীর্তি গড়েছে ভারত। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে মাত্র তিন উইকেট হারিয়ে পুরো দিন পার করেছে তারা। দৃঢ়তার গল্প লিখে টেস্ট ড্র করেছে রবি শাস্ত্রীর শিষ্যরা। ভারতীয় দলকে টুইটারে তাই প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক বর্তমান ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা। বাদ যাননি অসুস্থ সৌরভ গাঙ্গুলিও।

সাবেক ভারতীয় ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ছিলেন। ছাড়পত্র নিয়ে বাড়িতে বিশ্রামে থাকা সৌরভ টুইট করেছেন, 'আশা করছি দলে পূজারা, পান্ত এবং অশ্বিনের প্রয়োজন সবাই বুঝতে পেরেছেন। টেস্টে তিনে ব্যাটিং করা কখনই সহজ কাজ নয়। বিশেষ করে শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে। প্রায় চারশ' উইকেট তারা এমনি এমনি পায়নি। দারুণ লড়াই করেছে ভারত। এখন সিরিজ জয়ের অপেক্ষা।'

আট উইকেট হাতে নিয়ে পঞ্চম দিন শুরু করা ভারত দিনের শুরুতেই হারায় অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। পরে চেতেশ্বর পূজারা এবং ঋষভ পান্ত দারুণ ব্যাটিং করেন। দিনের শেষটা পাড়ি দেন অশ্বিন এবং হানুমা বিহারি। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং এবং মাইকেল ভনসহ অনেকে।

শচীন লিখেছেন, 'ভারতীয় দলের জন্য সত্যিই গর্বিত। বিশেষ করে বলতে হবে ঋষভ পান্ত, চেতেশ্বর পূজারা, অশ্বিন এবং হানুমা বিহারির কথা। তারা অসাধারণ খেলেছেন।' হার্শা ভোগলে লিখেছেন, 'অশ্বিনকে তার ব্যাটিং নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। শক্তিশালী এক বোলিং আক্রমণের বিপক্ষে নিজের ক্লাস দেখিয়েছ তুমি।'

রিকি পন্টিং টুইট করেছেন, 'দিনভর ভারত যেভাবে লড়াই করেছে এবং দৃঢ়তা দেখিয়েছে তা দেখতে আসলেই দারুণ লেগেছে। পান্ত এবং পূজারায় শুরু হয়ে, অশ্বিন এবং বিহারিয় শেষ হওয়া টেস্টের পুরোটা দিন ছিল ভারতের নিয়ন্ত্রণে। তাদের ব্যাটিং দেখা ছিল মনোমুগ্ধকর। এখন ব্রিসবেন টেস্ট দেখতে তর সইছে না।'

এছাড়া ভারতের জয়ের প্রশংসা করেছেন ভিভিএস লক্ষ্মণ, আকাশ চোপড়া, মাইকেল ভনরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ, সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ এবং বর্তমান ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া টুইটারে দলের প্রশংসা করেছেন। বিরেন্দ্র শেবাগ ভারতের প্রশংসার পাশাপাশি স্টিভ স্মিথের চতুরতার কথা তুলে ধরেছেন। চা বিরতির পরে স্মিথ ক্রিজে এসে ব্যাটসম্যান ঋষভ পান্তের ব্যাটিং গার্ড মুছে ফেলেন। পান্ত ব্যাট করতে এসে আবার নতুন করে গার্ড নেন। বিষয়টি তুলে ধরে শেবাগ লিখেছেন, 'দলের জন্য স্মিথ কিছু করার চেষ্টা করছিল।'

আরও পড়ুন

×