ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইংল্যান্ড সিরিজে ফিরলেন ম্যাথুস

ইংল্যান্ড সিরিজে ফিরলেন ম্যাথুস

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১ | ০১:৪৮

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলে ছিলেন সাবেক লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ইনজুরির কারণে শেষ সময়ে ওই সফরে যেতে পারেননি তিনি। তবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেই ফিরেছেন তিনি। বুধবার দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করে ২২ সদস্যের দল ঘোষণা করেছে লংকান ক্রিকেট বোর্ড।

ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ইংলিশদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে লংকানরা। বৃহস্পতিবার গলে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবেন তারা। সদ্য দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে ফিরেছে লংকানরা। করোনার কথা মাথায় রেখে তাই দুই টেস্টের জন্য ঘোষণা করা হয়েছে বড় দল।

ম্যাথুস ছাড়াও শ্রীলংকার দলে ফিরেছেন পেসার নুয়ান প্রদীপ। এছাড়া রোশান সিলভা, লক্ষ্মণ সান্দাকান ফিরেছেন। অভিষেকের অপেক্ষায় থাকা রমেশ মেন্ডিস দলে ডাক পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ধনাঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিথা, দাশুন গুনাথিলাকা এবং দিলশান মাদুশকা দল থেকে বাদ পড়েছেন।

করোনার জন্য শ্রীলংকা-ইংল্যান্ডের এই সিরিজটি গত মার্চে স্থগিত হয়েছিল। নিউ নরমাল সময়ে এরই মধ্যে ইংল্যান্ড ঘরের মাঠে বেশ কিছু সিরিজ খেলে ফেলেছে। তবে ব্রিটেনে যখন নতুন ধরনের করোনার প্রকোপ ছড়িয়েছে তখনই তাদের আসতে হলো লংকা সফরে। এরই মধ্যে ইংল্যান্ড শিবিরের স্পিন আক্রমণের বড় ভরসা মঈন আলী করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

শ্রীলংকার ঘোষিত দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, ওসাদা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এমবুলডেনিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুশমন্ত চামিরা, দাশুন শানাকা, আসিথ ফার্নান্দো। রোশান সিলভা, লক্ষ্মণ সান্দাকান, নুয়ান প্রদীপ, রামেশ মেন্ডিস।

আরও পড়ুন

×