ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টানা চার ডাক কুশল মেন্ডিসের

টানা চার ডাক কুশল মেন্ডিসের

টানা চার ডাক মারা লংকান ব্যাটসম্যান কুশল মেন্ডিস। ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১ | ০৫:১৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ | ০৫:১৯

শ্রীলংকার টপ অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস টানা চার ইনিংসে ডাক মারার রেকর্ডে নাম লিখিয়েছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরে মার্ক ওয়াহ, রুবেল হোসেন, নুয়াদ প্রদীপদের পাশে নাম তুলেছেন তিনি। এছাড়া এক থেকে ছয়ে ব্যাট করা চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা চার ইনিংসে শূন্য করেছেন এই লংকান।

কুলশ মেন্ডিস দক্ষিণ আফ্রিকা সফরে চূড়ান্ত ব্যর্থ হন। চার ইনিংস ব্যাট করে ১২ রান করেন তিনি। এর মধ্যে শেষ তিন ইনিংসে শূন্য রান করে সাজঘরে ফেরেন। তারপরও ঘরের মাঠে দুই টেস্টের ২২ সদস্যের দলে এবং পরে প্রথম টেস্টের একাদশে জায়গা পান এই টপ অর্ডার ব্যাটসম্যান। কিন্তু স্টুয়ার্ড ব্রডের বলে ২ বল খেলেই আউট হয়ে ফেরেন।

এক থেকে ছয়ে ব্যাটিংয়ে নামা ক্রিকেটারদের মধ্যে ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পঙ্কজ রায়, পরের বছর প্রোটিয়াদের বিপক্ষে কিউই ব্যাটসম্যান লউরি মিলার টানা চার ডাক মারেন। এরপর প্রায় ৪০ বছর পরে মার্ক ওয়াহ শ্রীলংকার বিপক্ষে টানা চার ইনিংসে শূন্য দেখেন। তার প্রায় ৩০ বছর পরে তালিকায় উঠল কুশল মেন্ডিসের নাম। 

টানা চার ইনিংসে ডাক মারার হিসেবে বোলারদের টানলে অবশ্য তালিকা দীর্ঘ হবে। কুশল মেন্ডিসসহ এ পর্যন্ত ৩০ জন টেস্টে এই রেকর্ড করেছেন। তাদের মধ্যে দু'বার নাম আছে লংকান পেসার নুয়ান প্রদীপের। নাম আছে বাংলাদেশের রুবেল হোসেনেরও। এছাড়া পরিচিত মুখের মধ্যে দানেশ কানেরিয়া, আন্দ্রে নিল, ম্যাকগ্রাহ আছেন তালিকায়। সাবেক ভারতীয় পেসার অজিত আগারকারসহ তিনজনের আছে পাঁচ ইনিংসে ডাক মারার রেকর্ডও।

আরও পড়ুন

×