ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নেইমারের 'মাথার আবর্জনা' বের করছেন গঞ্জালেস!

নেইমারের 'মাথার আবর্জনা' বের করছেন গঞ্জালেস!

নেইমারকে ট্যাকলের এই ছবি পোস্ট করেছেন মার্সেই ডিফেন্ডার গঞ্জালেসে। ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১ | ০৭:১১

মার্সেই ডিফেন্ডার গঞ্জালেসের সঙ্গে আবার দ্বন্দ্ব বেধেছে পিএসজি ফরোয়ার্ড নেইমারের। আবারও মাঠের দ্বন্দ্ব, উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটাকে ব্যক্তিগত দ্বন্দ্বে মাত্রা ছাড়ানো আচরণ মনে করছেন অনেকে।

চলতি মৌসুমের শুরুতে নেইমার এবং গঞ্জালেসের দ্বন্দ্বের কথা মনে থাকার কথা। মার্সেইয়ের বিপক্ষে লিগে হারের ম্যাচে স্প্যানিশ ডিফেন্ডার গঞ্জালেসের ঘাড়ে চড় মেরেছিলেন নেইমার। সেজন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

পরে নেইমার দাবি করেন, বর্ণবাদী আচরণ করার চড় মেরেছেন তিনি। চড়টা গালে মারতে পারেননি বলে আক্ষেপ হচ্ছে।  টুইটারে সাবেক বার্সা ফরোয়ার্ডের অভিযোগ নাকচ করে মার্সেই ডিফেন্ডার লেখেন, হার মেনে নিতে শেখো নেইমার।

মাঠ ও টুইটারের ওই দ্বন্দ্ব ওখানেই থামেনি। গঞ্জালেসের গায়ে হাত তুলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয় নেইমারের। এরপর বুধবার ট্রফি দেস চ্যাম্পিয়নসের ফাইনালে আবার মুখোমুখি হয়েছিল পিএসজি-মার্সেই। প্রায় এক মাস চোটের কারণে বাইরে থাকা নেইমার এই ফাইনাল দিয়ে ফেরেন মাঠে। দলকে চ্যাম্পিয়ন করতে করেন গোল।

কিন্তু এই ম্যাচেও আলোচনায় সেই নেইমার-গঞ্জালেস। পুরনো সেই দ্বন্দ্ব না ভুলে ইনজুরি থেকে ফেরা নেইমারকে ক'বার কড়া ট্যাকল করেন মার্সেই ডিফেন্ডার। এক পর্যায়ে বল নিয়ে সামনে ছোটা পিএসজি ফরোয়ার্ডের কপাল বরাবর ধরে টানতে থাকেন লিগ ওয়ানে খেলা স্প্যানিশ ডিফেন্ডার।

ম্যাচ শেষে তাই গঞ্জালেসকে খোঁচা দিয়ে এক টুইট করেন নেইমার। খেলেন, রাজা, আলভারোর পুর্নজন্ম'। সঙ্গে দেন নিজের গোল উদযাপনের ছবি। খোঁচা খেয়ে বসে থাকার পাত্র নন গঞ্জালেস। পুরনো 'শত্রুর' নতুন খোঁচার পাল্টা দিয়ে টুইট করেন তিনিও, 'আবার বাবা সবসময় আবর্জনা পরিষ্কার করতে শিখিয়েছেন। আমি সর্বদা কাজটা করে যাবো।' মাঠে কঠিন ট্যাকলের পরে সেই ছবি পোস্ট করে গঞ্জালেসের দেওয়া খোঁচা ভালোভাবে নেননি অনেক ফুটবল প্রেমী।

আরও পড়ুন

×