বার্সার সুপার কোপা ছিনিয়ে নিল বিলবাও

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে লিওনেল মেসি। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১ | ০১:১৭
সর্বশেষ মৌসুম শিরোপা শূন্য গেছে বার্সেলোনার। নতুন মৌসুমেও ভালো-খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া মেসিদের শিরোপার স্বাদ নেওয়ার সুযোগ ছিল। সুযোগ ছিল রেকর্ড ১৩টি স্প্যানিশ সুপার কোপার শিরোপা জয়ের।
কিন্তু ম্যাচের যোগ করা সময়ে কাতালানদের হতাশ করেছেন ইনাকি উইলিয়াম। অ্যাথলেটিকো বিলবাও স্ট্রাইকার গোল করে দলকে এনে দিয়েছেন ৩-২ গোলের জয়। ছিনিয়ে নিয়েছে বার্সার জয়ের সুবাস পাওয়া স্প্যানিশ সুপার কোপার শিরোপা।
ম্যাচে ঘটেছে আরও একটি কাণ্ড। খেই খারিয়ে ফেলা বার্সা অধিনায়ক লিওনেল মেসি অতিরিক্ত সময়ে দেখেন লাল কার্ড। বার্সার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ৭৫৩তম ম্যাচ খেলতে নেমে এই লাল কার্ডের খড়গে পড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন কিংবদন্তি।
শেষ দিকে বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড করা মেসি প্রতিপক্ষের ফুটবলারের কাধে চড় দিয়ে এই লাল কার্ড দেখেন। প্রথমে রেফারি অবশ্য বিষয়টি দেখতে পাননি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে মেসিকে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি।
বার্সেলোনা অবশ্য শিরোপা উচিয়ে ধরার কাছে এগিয়ে গিয়েছিল। কাতালান শিবিরে আসার পরে বিবর্ণ অ্যান্তোনিও গ্রিজম্যান বার্সার নায়ক হওয়ার পথে ছিলেন। ম্যাচের ৪০ মিনিটে গোল করে তিনি দলকে প্রথম এগিয়ে নেন। কিন্তু দুই মিনিট পরেই গোল শোধ করে দেয় রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে হারিয়ে আসা অ্যাথলেটিকো বিলবাও।
এরপর ৭০ মিনিটে আবার গোল করেন গ্রিজু। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলারের গোলে ২-১ গোলের লিড নেয় রোনাল্ড কোম্যানের দল। সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ তারকার ওই গোলেই শিরোপার খুব কাছে চলে যায় বার্সা। এরপরই শুরু হয় বিলাবাও চমক। ৯০ মিনিটে ওই গোল শোধ দেন আয়ার ভিয়ালিবরি। এরপর যোগ করা সময়ে গোল করে বার্সার শিরোপা ছিনিয়ে নেন উইলিয়াম।