'মুখে ডিম মেরে যান' ভুল ভবিষ্যদ্বাণী করে ভন

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ী পূর্ণ ভারতীয় দল। ছবি: আইসিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ০৫:১২
অস্ট্রেলিয়ার মাটিতে চার টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারত। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জায় ডোবা স্বাগতিক দল ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। পরের তিন টেস্টেই অসাধারণ খেলেছে। এমনকি সিরিজ নির্ধারণী ম্যাচেও শেষদিন তাড়া করেছে রেকর্ড রান। ভারতীয় দলকে তাই টুইটারে ভক্তদের পাশাপাশি প্রসংশায় ভাসাচ্ছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তাদের মধ্যে অন্যতম। তিনি টু্ইট করেছেন, 'হয়তো টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা জয় এটা নয়, তবে সেরা জয়গুলোর একটি। ইংল্যান্ডে এসে আমার মুখে ডিম ছুঁড়ে যান। তবে হ্যাঁ, ভারতীয় দলের দৃঢ়তা এবং দক্ষতার প্রেমে পড়ে গেছি আমি। শুভমন-ঋষভ ভারতের ভবিষ্যত তারকা।'
ভন অবশ্য এমনি এমনি মুখে ডিম মেরে যাওয়ার কথা বলছেন না। অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজ শুরুর আগে সাবেক ইংলিশ অধিনায়ক মন্তব্য করেছিলেন ৪-০ ব্যবধানে হারবে ভারত। অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্ট খেলে ছুটিতে যাওয়ার কারণে জোর দিয়েই ওই কথা বলেছিলেন তিনি। ভুল ভবিষ্যদ্বাণী করায় স্বেচ্ছায় মুখে কাঁচা ডিম খেতে চান ভন।
ভারতীয় দলের অসাধারণ এই টেস্ট জয়ের জন্য হৃদরোগে আক্রান্ত হয়ে বাসায় বিশ্রাম নেওয়া সাবেক ক্রিকেটার এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি টুইট করে দলের প্রশংসা করেছেন। সিরিজ জয়ী দলকে পাঁচ কোটি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তিনি, 'অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে সিরিজ জয়, অসাধারণ ব্যাপার। ভারতীয় ক্রিকেট এই জয় সারাজীবন মনে রাখবে। বিসিসিআই জয়ী দলের জন্য পাঁচ কোটি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করছে। এই জয় অর্থ দিয়ে মাপার নয়।'
ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার টুইট করেছেন, 'প্রত্যেক সেশনে আমরা নতুন নতুন নায়ক আবিষ্কার করেছি। আমরা ভয়হীন ক্রিকেট খেলে বাউন্ডারি আদায় করে নিয়েছি। কিন্তু উদাসীন ক্রিকেট খেলিনি। ইনজুরি এবং ক্রিকেটারদের অনিশ্চয়তা স্বত্ত্বেও অসাধারণ ক্রিকেট খেলেছে দল। ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা সিরিজ জয়।'
ভিভ রিচার্ডস টুইট করেছেন, আপনি টেস্ট ক্রিকেট না খেলে এবং ভালোবেসে থাকতে পারবেন না। ভারতকে অভিনন্দন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টুইট করেছেন, কী অসাধারণ জয়। অ্যাডিলেডে হারের পর অনেকে আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিল। এখন দলের ঐতিহাসিক এই মুহূর্ত উপভোগের সময়।
এছাড়া ভারতীয় দলকে টুইটারে প্রসংশায় ভাসিয়েছেন বিরেন্দ্র শেবাগ, পেসার ইশান্ত শর্মা, স্পিনার রবিশচন্দন অশ্বিনরা। লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন প্রশংসায় করেছেন সিরিজ জয়ী ভারতীয় দলকে। এছাড়া ধারাভাষ্যকক্ষ থেকে আকাশ চোপড়া-হার্শা ভোগলেরা ভারতীয় দলের স্তুতি গেয়েছেন। আকাশ চোপড়া তো তিনে ব্যাট করা পূজারাকে ভারতীয় ব্যাটিং অর্ডারের 'জীবন বীমা' বলে সম্বোধন করেছেন।