ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

একাই খেললেন রুট

একাই খেললেন রুট

ছবি: আইসিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০৬:৩৫

গলে সিরিজের প্রথম টেস্টে জয়ের কৃতিত্ব একাই দাবি করতে পারেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। শ্রীলংকার বিপক্ষে ওই টেস্টে ডাবল সেঞ্চুরি করেন তিনি। তার ব্যাটে এবং ডমিনিক বেসের বোলিংয়ে বড় জয় পায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ১৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ইংলিশ অধিনায়ক।

তার ব্যাটেই গলে দ্বিতীয় টেস্টে রোমাঞ্চকর এক টেস্টের আভাস পাওয়া যাচ্ছে। প্রথমে ব্যাট করে শ্রীলংকা প্রথম ইনিংস থেকে তোলে ৩৮১ রান। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস খেলেন ১১০ রানের ইনিংস। অধিনায়ক দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৫২ রান। ছয়ে ব্যাট করা উইকেটরক্ষক নিকোশান ডিকওয়েলা করেন ৯২ রান। শেষদিকে দিলরুয়ান পেরেরা ৬৭ রান করে দলের সংগ্রহ বাড়িয়ে নেন।

জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। দলের রান ৫ হতেই দুই উইকেট হারায় তারা। তৃতীয় উইকেট জুটিতে জো রুট এবং জনি বেয়ারস্টো যোগ করেন ১১১ রান। বেয়ারস্টো ২৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপরই ফিরে যান দ্যানিয়েল লউরেন্স। অধিনায়ক রুট নতুন জুটি গড়েন জস বাটলারের সঙ্গে। তারা যোগ করেন ৯৭ রান। বাটলার ৫৫ রান করে আউট হন।

এরপর স্যাম কারেন, ডমিনিক বেসদের সঙ্গে ছোট ছোট জুটি গড়তে গড়তে নবম ব্যাটসম্যান হিসেবে শেষ বেলায় আউট হন রুট। ইংল্যান্ড এখনও শ্রীলংকার চেয়ে প্রথম ইনিংসে ৪২ রান পিছিয়ে আছে। তাদের হাতে আছে এক উইকেট। তবে জ্যাক লিচ এবং জেমস অ্যান্ডারসনের থেকে রান পত্যাশা না করাই ভালো। এর আগে ইংলিশ পেসার অ্যান্ডারসন তুলে নেন ৬ উইকেট। লংকান স্পিনার লাসিথ এমবুলডেনিয়া ৭ উইকেট তুলে নিয়েছেন একাই।

আরও পড়ুন

×