যুক্তরাষ্ট্রের ক্যাম্পে সৌম্য-মুমিনুলদের সতীর্থ

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০৭:৪৪
মুমিনুল হক, আনামুল হক, সৌম্য সরকার এবং সাব্বির রহমানের সঙ্গে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন সাকের আহমেদ। বাঁ-হাতি এই স্পিনার ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলেও জায়গা করে নিয়েছিলেন। লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন ছিল তার। সেই স্বপ্নেন পালে হাওয়া না পেয়েই হয়তো ২০১৪ সালে পাড়ি জমিয়েছিলেন সাকের।
এরপর বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে তার নাম হারাতে বসেছিল। সেটাই স্বাভাবিক। তবে অদম্য ইচ্ছায় ২৮ বছরে সাকের যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্যাম্পে নাম তুলেছেন। অনুশীলনের জন্য ডাক পেয়েছেন ৪৪ জনের প্রাথমিক দলে।
সিলেটের এই তরুণ ডেট্রয়েট, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টি-২০ টুর্নামেন্টে ভালো করার পুরস্কার পেয়েছেন। ক'বছর ধরেই 'ক্রিকেট একাডেমি অব ডেট্রয়েট' ক্লাবে খেলছেন তিনি। ওই ক্লাবের নেতৃত্বও দিয়েছেন তিনি। জিতিয়েছেন শিরোপা।
সাকের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনি ৪৩ রানে ৪ উইকেট নিয়ে দলকে এক রানে ম্যাচ জেতান। এছাড়া ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ২০১৩ সালে ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন সাকের। অংশ নিয়েছেন জাতীয় লিগেও।
সাকের ছাড়াও ওই দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা নরসিংহ দেওনারায়ণ। এছাড়া দক্ষিণ আফ্রিকার পেসার রাস্টি থেরন ও নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হ্যাভিয়ার মার্শাল ডাক পেয়েছেন। যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্রিকেটে জোর দিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষে খেলতে পাকিস্তানের সামি আসলাম, নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন, শ্রীলংকার শেহান জয়সুরিয়ার মতো তারকা পাড়ি জমিয়েছেন। তবে নিয়ম অনুযায়ী ঘরোয়া ক্রিকেট খেলার পরই জাতীয় দলে বিবেচিত হবেন তারা।