ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

প্রোটিয়াদের দুইশ'র পরেই থামাল পাকিস্তান

প্রোটিয়াদের দুইশ'র পরেই থামাল পাকিস্তান

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৫:৩৬

বড় প্রাপ্তির সিরিজে ঘরের মাঠে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২২০ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান। করাচি টেস্টে প্রোটিয়াদের হয়ে ওপেনার ডেন এলগার ছাড়া কেউ সুবিধা করতে পারেননি। পাকিস্তানের স্পিনার-পেসারদের বিপক্ষে লড়তে পারেননি।

জিম্বাবুয়ে-বাংলাদেশের পরে বড় দল হিসেবে পাকিস্তান সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের রোমাঞ্চের এই সিরিজে শুরুটা খারাপ হয়নি সফরকারীদের। একশ' রানে শুরুর ৩ উইকেট হারায় তারা। তবে ডেন এলগার ছিলেন। তিনি ৫৫ রান করে ফিরতেই চাপে পড়ে যায় প্রোটিয়ারা। দলের ১৩৬ রানে পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেন ওপেনার এলগার।

এরপর লোয়ার মিডল অর্ডারে জর্জ লেন্ডির ৩৫ এবং কাগিসু রাবাদার ২১ রানে ভর করে প্রথম ইনিংসে নিজেদের সংগ্রহটা দুইশ'র ওপারে নিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন লেগ স্পিনার ইয়াসির শাহ। এছাড়া বাঁ-হাতি স্পিনার নোমান আলী ও বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদি দুটি করে উইকেট নেন। টেস্ট দলে ফিরে পেসার হাসান আলী নেন এক উইকেট। এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে পাকিস্তান।

আরও পড়ুন

×