ফাওয়াদের সেঞ্চুরিতে লিড পাকিস্তানের

সেঞ্চুরি পাওয়া ফাওয়াদ আলমের উদযাপন। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০৬:৫৮
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচি টেস্টে প্রথমদিন রোমাঞ্চ উপহার দেন পাকিস্তানের বোলাররা। সফরকারী প্রোটিয়াদের ২২০ রানে অলআউট করে দেন ইয়াসির শাহ, নোমান আলিরা। কিন্তু জবাব দিতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলম দারুণ এক সেঞ্চুরি করে দলকে লিড এনে দিয়েছেন।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে তুলেছে ৩০৮ রান। তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে ৮৮ রানে। তৃতীয়দিন আরও কিছু রান করার সুযোগ আছে পাকিস্তানের। স্পিন সহায়ক উইকেটে তৃতীয় দিন বোলাররা ভালো করলে করাচি টেস্টের ফল তাই পাকিস্তানের পক্ষে আসার সম্ভাবনাই বেশি।
প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ বেলায় ৪ ও ৯ রান করে ফিরে যান দুই ওপেনার আবিদ আলী ও ইমরান বাট। টেস্ট নেতৃত্বের শুরুর ম্যাচে বাবর আযম ফিরে যান ৭ রান করে। নাইটওয়াচ ম্যান শাহিন আফ্রিদি ফেরেন শূন্য করে।
পরদিন আজহার আলী ও ফাওয়াদ দলকে ভরসা দেন। দু'জন যোগ করেন ৯৬ রান। আজহার ফিরে যান ৫১ রান করে। এরপর মোহাম্মদ রেজওয়ানের সঙ্গে জুটি গড়েন ফাওয়াদ। রেজওয়ান করেন ৩৩ রান। পরে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফের সঙ্গে তিনি যোগ করেন ১০২ রান। শেষ বেলায় ফাওয়াদ ফিরে যান ১০৯ রানের দারুণ ইনিংস খেলে। পরেই ফাহিম আউট হন ৬৪ রান করে।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ডেন এলগার প্রথম ইনিংসে ৫৮ রান করেন। এছাড়া জর্জ লেন্ডি ৩৫, ডু প্লেসি ২৩, রাবাদা ২১ এবং ভ্যান ডার ডুসন ও টেন্ডা বাভুমা ১৭ করে রান যোগ করেন। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে তিন উইকেট নেন ইয়াশির শাহ। দু্টি করে উইকেট দখল করেন নোমান আলি ও শাহিন আফ্রিদি। প্রোটিয়াদের হয়ে রাবাদা, এনরিক নর্টজে, লুঙ্গি এনগিডি ও কেশব মাহরেজ দুটি করে উইকেট নিয়েছেন।