ম্যাচ না জিতলেও রেকর্ড টুখেলের চেলসির

ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ০৫:২৬
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করে সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ও পিএসজি কোচ টমাস টুখেলকে দায়িত্ব দিয়েছে চেলসি। ব্লুজদের দায়িত্ব নিয়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ঘরের মাঠে গোল শূন্য সমতা করেছে টুখেলের দল। কিন্তু নতুন দায়িত্ব নিয়েই ভালোর আভাস দিয়েছেন জার্মান কোচ। গড়েছেন রেকর্ডও।
সাবেক পিএসজি কোচের অধীনে চেলসি প্রথমার্ধে সফল পাস দিয়েছে ৪৩৩টি। ২০০৩-০৪ মৌসুমের পরে প্রিমিয়ার লিগের ইতিহাসে যা প্রথমার্ধে সর্বোচ্চ পাস দেওয়ার রেকর্ড। এছাড়া টুখেল ২০১৬ সালের পরে কোন দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে তার দল এতোগুলো পাস দেওয়ার কীর্তি গড়লো। এর আগে বরুশিয়া ডর্টমুন্ড দিয়েছিল ৫০৩টি সফল পাস।
শেষ বাঁশি বাজার আগে টিমো ওয়ার্নার-কাই হাভারটেজরা সম্পন্ন করেন ৮২০ পাস। প্রথমার্ধের ধারা ধরে রাখেন। তার দল পুরো ম্যাচে ৭৮ ভাগের বেশি বল পায়ে রাখে। যখন থেকে প্রিমিয়ার লিগের রেকর্ড লিপিবদ্ধ করে রাখা হচ্ছে, তারপর থেকে কোন দলের কোচের দায়িত্ব নেওয়ার পরের ম্যাচে এটা সর্বোচ্চ বল পায়ে রাখার রেকর্ড।
পাঁচ মৌসুম জার্মান ক্লাব মেনজে, দু্ই মৌসুম বরুশিয়া ডর্টমুন্ড এবং দুই মৌসুমে পিএসজিতে দারুণ কাজ করা টুখেল চেলসিকে দিয়েছেন নতুন আশা। এর আগে হোসে মরিনহো এবং মাউরিসিও সারির অধীনে লিগ শিরোপা জিতেছে চেলসি। ব্লুজদের সারি বল তত্বের সঙ্গে দারুণ পরিচিত করে তোলেন ইতালিয়ান কোচ মাউরিসিও সারি। টুখেল আবার সেই ধারা ফিরিয়ে আনার আভাস দিয়েছেন।