বেডে দেওয়া হচ্ছে সৌরভকে, দু’দিনের মধ্যে ছুটি

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০০:২৪
দ্বিতীয়বার বুকে ব্যথা নিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি আছেন। এই দফায় বৃহস্পতিবার তার হার্টে বসানো হয়েছে দুটি রিং। এর আগে ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কলকাতার মহারাজ। সেবার হার্টে বসানো হয়েছিল একটি রিং। করানো হয়েছিল এনজিওপ্লাস্টি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ গাঙ্গুলির শরীরের অবস্থা ভালো আছে। রাতে নতুন করে কোন অসুবিধা দেখা দেয়নি। বরং আগের থেকে বেশ সুস্থ অনুভব করছেন। দু’-এক দিনের মধ্যেই তাই হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন তিনি।
হাসপাতাল থেকে শুক্রবার সকালেই তাকে জেনারেল বেডে দেওয়ার কথাও জানানো হয়। সেখানে সারা দিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন ভারতীয় ক্রিকেটের দাদা। পর্যবেক্ষণে খারাপ কিছু না দেখা গেলে শনি-রবিবারই ছাড়পত্র দেওয়া হতে পারে তাকে।
এ বিষয়ে চিকিৎসক আফতাব খান বলেন, ‘সৌরভ অনেকটাই সুস্থ। আজ (শুক্রবার) তার আরও কিছু পরীক্ষা করানো হবে। করাতে হবে ইসিজিও। সব ঠিক থাকলে আগামীকালই (শনিবার) তিনি ছুটি পেয়ে যেতে পারেন।’ খবর-আনন্দবাজার পত্রিকা অনলাইন
এর আগে অসুস্থ হওয়া সৌরভ এক সপ্তাহ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। সেখানেই বিশ্রামে ছিলেন সাবেক এই ক্রিকেটার। কিন্তু বুধবার আবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।