ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

টি-২০ থেকে হাফিজ-রিয়াজ বাদ

টি-২০ থেকে হাফিজ-রিয়াজ বাদ

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ০৬:১২

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ হাফিজ, ফখর জামান, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম এবং শাদাব খানরা। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত ২০ সদস্যের দলে নেই তারা।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলেছে পাকিস্তান। কিউইদের মাটিতে ২-১ ব্যবধানে পরাজিত হওয়া ওই সিরিজে ইনজুরি আক্রান্ত অধিনায়ক বাবর আযমের জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন লেগ স্পিনার শাদাব খান। এবার নির্বাচক আকরাম খান বাদ দিয়ে দিয়েছেন শাদাবকেও।

এছাড়া নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন মোহাম্মদ হাফিজ। দলের সেরা পারফরমার ছিলেন টপ অর্ডার থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান বনে যাওয়া অভিজ্ঞ হাফিজ। তারপরও দলে নেই তিনি। বরং ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ।

ডাকা হয়েছে বাঁ-হাতি স্পিনার জাফর গোহার, বোলিং অলরাউন্ডার আমাদ বাট, অলরাউন্ডার ড্যানিশ আজিজ ও লেগ স্পিনার জাহির মেহমুদকে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের এই টি-২০ সিরিজ মাঠে গড়াবে। আগামী ৩ ফেব্রুয়ারি বায়ো-বাবলে প্রবেশ করবেন ক্রিকেটাররা। টেস্ট দলে থাকা ক্রিকেটাররা সিরিজ শেষে ঢুকে পড়বেন টি-২০ সিরিজের বায়ো-বাবলে।

পাকিস্তানের টি-২০ দল: বাবর আযম, আমের ইয়ামিন, আমাদ বাট, আসিফ আলী, ড্যানিশ আজিজ, ফাহিম আশরাফ, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, হুসেইন তালাত, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রেজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির, জাফর গোহার, জাহিদ মাহমুদ।

আরও পড়ুন

×