ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রিয়াল প্রেসিডেন্ট পেরেজ করোনা আক্রান্ত

রিয়াল প্রেসিডেন্ট পেরেজ করোনা আক্রান্ত

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:৩৩

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার ক্লাবের পক্ষ থেকে তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লস ব্লাঙ্কোসদের ৭৩ বছর বয়সী এই প্রেসিডেন্ট বর্তমানে আইসোলেশনে আছেন এবং করোনা যাতে গুরুতর না হয়ে ওঠে সেজন্য প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

রিয়াল মাদ্রিদ নিয়মিত তাদের ফুটবলার, স্টাফ এবং কর্মকর্তাদের পিসিআর টেস্ট করায়। তারই অংশ হিসেবে পিসিআর টেস্টে পেরেজের দেহে করোনা ধরা পড়েছে।

এর আগে ২২ জানুয়ারি রিয়াল কোচ জিনেদিন জিদান করোনা আক্রান্ত হন। তার আগে ৮ জানুয়ারি করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে থাকতে হয়েছিল দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের কোচের দায়িত্ব পালন করা জিদানের।

আরও পড়ুন

×