ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ফিনিশার ত্রয়ীতে আপ্লুত ইনজামাম

ফিনিশার ত্রয়ীতে আপ্লুত ইনজামাম

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। দলের সিরিজ জয়ে দারুণ খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে আসিফ আলী, খুশদিল শাহদের সময়টা তেমন ভালো যায়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক ইনজামাম উল হক অবশ্য তাদের পাশে আছেন। আসিফ আলী, খুশদিল শাহ এবং ড্যানিশ আজিজ দারুণ ফিনিশার। মিডল অর্ডারে তারা বড় শট খেলতে পারেন এবং তাদের মতো ফিনিশার আগে পাকিস্তান পায়নি বলে উল্লেখ করেন তিনি।

ইনজামাম বলেন, 'আমাদের আগে তাদের মতো বিগ হিটার ছিল না। তারা মিডল ওভারেও বড় বড় শট খেলতে পারে।'

প্রথম এবং দ্বিতীয় টি-২০ ম্যাচে দলে থাকলেও ভালো করতে পারেননি ২৬ বছর বয়সী খুশদিল। করতে পারেন ১২ ও ১৫ রান। তার জায়গায় তৃতীয় টেস্টে জায়গা পেয়ে ২৯ বছর বয়সী আসিফ আলী করতে পারেন ৭ রান। অন্যদিকে ড্যানিশ আজিজ ম্যাচ খেলার সুযোগ পাননি।

ইনজামাম বলেন, 'নির্বাচকরা আসিফ আলী ও ড্যানিশ আজিজকে মিডল অর্ডারের জন্য সমর্থন করে যাচ্ছে। কারণ পাঁচে এবং জয়ে ব্যাটিংয়ে নেমে তারা বড় শট খেলতে পারে। ম্যাচ শেষ করে আসতে পারে। খুশদিল একই রকমের ক্রিকেটার। শেষ চার-পাঁচটা সিরিজে সেজন্যই সে দলে ছিল।'

আরও পড়ুন

×