সাড়ে ৮ মিনিটে দুই কিমি দৌড়াতে পারেননি, তাই বাদ বরুণ!

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২১ | ০২:২৬
ভারতের বিশেষ এক লেগ স্পিন প্রতিভা বরুণ চক্রবর্তী। টি-২০ ফরম্যাটের ক্রিকেটার তিনি। সর্বশেষ আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ বোলিং করেছেন। তার পুরস্কারও পেয়ে যান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ডাক পান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে।
কিন্তু খেলা হয়নি তার। এবার আবার ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-২০ দলে ডাক পেলেও খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বরুণ চক্রবর্তীর। কারণ তার ফিটনেস ভালো নয় তার। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ মনে করছে, ওই ফিটনেসের কারণে দল ঠেকেই বাদ পড়ে যাবেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলে খেলার জন্য নতুন ফিটনেসের মাপকাঠি নির্ধারণ করেছে দেশটির বোর্ড। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে, সাড়ে আট মিনিটে দৌড়াতে হবে অন্তত দুই কিলোমিটার। অথবা ইয়ো ইয়ো টেস্টে তুলতে হবে ১৭.১ স্কোর। কিন্তু বরুণ সেটা পারেননি।
বরুণ অবশ্য ক্রিকবাজকে জানিয়েছেন দল থেকে বাদ পড়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক বার্তা তিনি পাননি, 'আমাকে এখনও কিছু জানানো হয়নি।'
তিনি এখন কেকেআরের সঙ্গে অনুশীলন করছেন। সেখানে ঠিকঠাক বল থ্রো করার প্রশিক্ষণ নিচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সমস্যার কারণেই বাদ পড়ে যান তিনি। সেটা অবশ্য অনেকটা কাটিয়ে উঠেছেন। তবে দৌড়ানো নিয়ে কিছু জটিলতা এখনও থেকে গেছে তার।
বরুণ তামিল নাডুর হয়ে মাত্র একটি ফাস্ট ক্লাস ক্রিকেট এবং নয়টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন। চলমান বিজয় হাজারে (ওয়ানডে) ট্রফিতেও তাকে দলে নেওয়া হয়নি। কারণ তাকে শুধুই টি-২০ বিশেষজ্ঞ ভাবা হয়। কারণ তার পক্ষে চার-পাঁচ ওভারের বেশি করা কঠিন। বেশি বল করলে তার আঙুলে অনেক চাপ পড়ে। তামিলনাডু ক্রিকেটে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এমনই জানিয়েছেন।