ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে টিম সাউদি

ছবি-টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২১ | ০৫:০৪
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্মৃতি নিলামে তুলেছেন টিম সাউদি। ঐতিহাসিক টেস্টে যে জার্সি পরে খেলেছিলেন, সেটাই তিনি নিলামে তুলেছেন। এর পিছনে যে কারণ রয়েছে তা একেবারেই মানবিক। একটি ৮ বছরের ছোট্ট মেয়ের ক্যানসারের চিকিৎসার জন্যই এই উদ্যোগ নিয়েছেন তারকা কিউই বোলার। সেই জার্সিতে আবার পুরো নিউজিল্যান্ড টিমের ক্রিকেটারদের সই রয়েছে। ইনস্টাগ্রামে এই জার্সির ছবি দিয়ে টিম সাউদি নিলামের কথা জানিয়েছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে আউট করার পরে ৪৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন টিম সাউদি। দ্বিতীয় ইনিংসে তার দুর্দান্ত বোলিংয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
ক্যান্সারে আক্রান্ত ছোট্ট মেয়েটির নাম হোলি বিটি। ২০১৮ সালে ছোট্ট মেয়েটির 'নিউরোব্লাস্টোমা' নামে বিরল ধরনের ক্যান্সার ধরা পড়ে। এই ধরনের ক্যান্সারে শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। সেই মেয়েটির চিকিৎসার খরচ জোগাতেই নিজের জার্সি এ বার নিলামে তুলেছেন টিম সাউদি।
টিম সাউদি তার ভক্তদের কাছেও অনুরোধ জানিয়েছেন, ছোট্ট মেয়েটির পাশে দাঁড়াতে এই নিলামে যেন সকলে মিলে অংশ নেন।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আমি আশা করছি, হোলির চিকিৎসার খরচ জোগানোর জন্য এই জার্সিটি কিছুটা হলেও বিটি পরিবারের উপকারে লাগবে। একজন বাবা হিসেবে এই লড়াইয়ে আমি ওদের পাশে রয়েছি।’