ম্যাচ জিতিয়ে শামীম বললেন, আন্তর্জাতিক ক্রিকেট অনেক কষ্টের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২১ | ০৯:৪৮
ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে দলকে ম্যাচ ও সিরিজ জিতিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ শামীম হোসেন পাটোয়ারি। দলে নতুন এসেছেন। তকমাটা এখনও দিতে বাঁধা নেই।
ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় চাঁদপুরের সন্তান শামীম বলেন, আন্তর্জাতিক ক্রিকেট সহজ জায়গা নয়। আসলে আন্তর্জাতিক ক্রিকেট অনেক কষ্টের। এতদিন অনূর্ধ্ব-১৯ খেলেছি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি, তার থেকে একেবারেই আলাদা আন্তর্জাতিক ক্রিকেট।
তিনি বলেন, বেশিরভাগ সময়ই ভলো বল আসে। আর এই ভালো বলগুলো হিট করতে হয়, বাউন্ডারি মারতে হয়।
আজ ম্যাচের শেষ দিকে আদর্শ ফিনিশারের কাজটা করেন শামীম। খেলেছেন ১৫ বলে ছয় চারে ৩১ রানের হার না মানা ইনিংস।
তাড়া করেছেন দেশের বাইরে রেকর্ড ১৯৪ রান। এখন তার সামনে অপেক্ষা করছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া বিপক্ষে পাঁচ টি-২০ ম্যাচের সিরিজ। বড় পরীক্ষার সিরিজ।
- বিষয় :
- শামীম হোসেন পাটোয়ারি
- ম্যাচ
- দল