ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পদক তালিকার শীর্ষস্থানে চীন

পদক তালিকার শীর্ষস্থানে চীন

পদক তালিকার শীর্ষে চীণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১ | ০৫:১২

টোকিও অলিম্পিকে আজ ১৩তম দিনের খেলা শেষে পদক তালিকায় শীর্ষে চীন। ৩৩টি স্বর্ণসহ ২৪টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ নিয়ে মোট ৭৩টি পদক জিতেছে তারা।

২৭ স্বর্ণ, ৩৪টি রুপা ও ২৬ ব্রোঞ্জসহ মোট ৮৭টি পদক জিতে তালিকার ২য় স্থানে আছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক জাপান আছে তিন নম্বরে। ২১ স্বর্ণ, ৮ রুপা আর ১৪ ব্রোঞ্জ আয়োজকদের। ১৭টি স্বর্ণ জিতে ৪র্থ স্থানে আছে অস্ট্রেলিয়া । আর ১৬টি স্বর্ণ জিতে ৫ নম্বরে ব্রিটেন।

টপ টেনের শেষ তিন দল ইতালি, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড সমান ৭টি করে স্বর্ণ জিতেছে।

আরও পড়ুন

×